রাজ্যের ৪২টি কেন্দ্রের মধ্যে অন্যতম পাখির চোখ এবার হুগলি লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্র থেকে এবার ‘দিদি নম্বর ১’ লড়াইয়ের ময়দানে। হুগলি লোকসভা কেন্দ্রের গতবারের জয়ী সাংসদ লকেট চট্টোপাধ্যয়ের সঙ্গে জোর টক্কর দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগের দিন গণনা কেন্দ্র পরিদর্শন করলেন তিনি।কেমন ফলাফল হবে? রচনা বলেন, ‘প্রচারের সময় দেখেছি কাতারে কাতারে মানুষ ভালোবাসা দিয়েছে। তাঁরা যে ভোট বাক্সে ভোটটা দিয়েছে কিনা এটা কাল বুঝতে পারব। অনেকে তো বলেছে রচনার পাশে আছি। কিন্তু দশ হাজার মানুষ যখন দাঁড়িয়ে থাকে তার মধ্যে কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, সেটা কী করে বুঝবো? সবার উপর মানুষ সত্য। আমি ভাগ্যে বিশ্বাসী।’

সোমবার বিকেলে ভোট গণনা কেন্দ্র ঘুরে দেখেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি এইচআইটি কলেজে গণনা হবে হুগলি লোকসভা কেন্দ্রের। তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এদিন সন্ধ্যায় সেই গণনা কেন্দ্র ঘুরে দেখেন। পরিদর্শন করার পর গণনা কেন্দ্রের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। রচনা জানান, দু’মাস ধরে প্রচার করেছি। বহু মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে। অনেক অভিজ্ঞতা হয়েছে। ভোট গণনার আগে নতুন একটা অভিজ্ঞতা তো বটেই। আজ অনেকটা রিল্যাক্স লাগছে। অদ্ভুত রকমের একটা অনুভূতি হচ্ছে। ভোট মেটার পর ছুটি পাইনি। অনেকেই ঘুরতে গিয়েছে, কিন্তু আমার ঘোরার জায়গা ছিল রাজারহাটে শুটিং ফ্লোর।

Rachana Banerjee : নির্বাচিত হলে দিদি নং ১ কি ছেড়ে দেবেন? রচনার জবাব

তবে এদিন এক্সিট পোল নিয়ে মন্তব্য করেন রচনা। তিনি বলেন, ‘এক্সিট পোলের উপর বিচার করে কিছু বলব না। এক্সিট পোল অনেক কিছুই বলছে। হুগলি নিয়েও বলেছে। যা হবে সেটা মেনে নেব দিদিও মেনে নেবে।’

‘বিজেপির কালচার’ দেখে রাগ, ভোটের হাওয়ায় দিনভর অন্য দিদি নম্বর ১-কে পেল হুগলি
প্রসঙ্গত, হুগলি লোকসভা কেন্দ্রে এবার মুখোমুখি লকেট-রচনা। গত বিধানসভা নির্বাচিত এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সব কয়টি বিধানসভা আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস। এমনকি, চুঁচুড়া বিধানসভা আসন থেকে নিজে দাঁড়িয়ে ছিলেন লকেট চট্টোপাধ্যায়। সেই আসন থেকে হারতে হয় তাঁকে। পাটিগণিতের হিসেবে অনেকটা এগিয়ে শুরু করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস ও বিজেপির পাশাপাশি এই কেন্দ্র থেকে সিপিএমের প্রার্থী হয়েছিলেন মনোদীপ ঘোষ। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে মাত্র ৮ শতাংশ ভোট ছিল বামেদের। এখন, তৃণমূল-বিজেপির যুযুধান লড়াইয়ে শেষ হাসি কার? সেটা জানার জন্যে আর কয়েক ঘন্টার অপেক্ষা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version