লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই রাজ্যের আরেকটি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের জট কাটল? উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানিকতলা কেন্দ্রের উপ নির্বাচনের প্রস্তাবিত দিনক্ষণ মুখ বন্ধ খামে সুপ্রিম কোর্টে জমা দিল নির্বাচন কমিশন। খুব শীঘ্রই এই কেন্দ্রের উপ নির্বাচন সংক্রান্ত দিনক্ষণ ঘোষণা হওয়ার সম্ভাবনা।প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের কয়েক মাস পরেই এই কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যু হয়। তবে, এই কেন্দ্রের নির্বাচন নিয়ে আদালতে মামলা করেছিলেন বিরোধী বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। মামলাটি ঝুলে ছিল এতদিন ধরে। তবে, সম্প্রতি কলকাতা হাইকোর্টে কল্য়াণ যে নির্বাচনী পিটিশন দাখিল করেছিলেন, সেটি প্রত্যাহার করে নেন।
সুপ্রিম কোর্ট এদিন জানিয়ে দেয়, কমিশন যে দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং দক্ষতার সঙ্গে কাজ করেছে, সেই বিষয়টি পরিষ্কার। মামলাটি এখন অপ্রাসঙ্গিক বলে আদালত জানিয়ে দিয়েছে। তবে, এই কেন্দ্রে উপ নির্বাচন কবে হবে? সেই বিষয়ে এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।
তবে, মানিকতলা কেন্দ্রের বিধায়ক সদন পাণ্ডের মৃত্যুর পর নিয়ম অনুযায়ী ছয় মাসের মধ্যে উপ নির্বাচন করার কথা ছিল। ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী, কোনও জনপ্রতিনিধির মৃত্যু বা ইস্তফার কারণে কোনও আসনে শূন্যতা তৈরি হলে ছয় মাসের মধ্যে সেখানে উপনির্বাচন করতে হয়। কিন্তু, মানিকতলা কেন্দ্রের জন্যে সেই নিয়ম মানা যায়নি। এই কেন্দ্রের নির্বাচন নিয়ে আদালতে মামলা ওঠায় এতদিন ধরে উপ নির্বাচন ঝুলে ছিল, অবশেষে সেই জট কাটল। ফলত, খুব শীঘ্রই এই কেন্দ্রে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।