দুই জনেই টলিউডের তারকা। তবে একজনের অভিনেতা হিসেবে কেরিয়ার গ্রাফ ক্রমশ নীচে নেমেছে। অন্যদিকে, টলিপাড়ায় সাফল্যের এক নয়া অধ্যায় তৈরি করেছেন অপরজন। কথা হচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী দেব এবং হিরণের। তৃণমূল এই বারও ঘাটাল কেন্দ্র থেকে প্রার্থী করেছিল টলিউড সুপারস্টার দেবকে। অন্যদিকে, হিরণকে তাঁর প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছিল গেরুয়া শিবির। কিন্তু, শেষমেশ দেবের কাছে টিকতে পারলেন না হিরণ। তৃতীয়বার ঘাটাল কেন্দ্রের মানুষজনের ভালোবাসা কুড়িয়ে সংসদের পথে দেব।দুপুর ১টা নাগাদই দেব নিজের হোয়াটসঅ্যাপ স্টেটাসে লিখেছিলেন, ‘গ্র্যাটিটিউড’। ঘাটালবাসীর উদ্দেশেই তাঁর এই বার্তা বলে মনে করা হচ্ছে। লোকসভা নির্বাচনের প্রচারে একাধিকবার দেবকে আক্রমণ করেছেন হিরণ। কিন্তু, শান্তভাবে সেই যাবতীয় আক্রমণ সামলেছেন টলিউডের সুপারস্টার। রাত সাড়ে আটটার সময় নির্বাচন কমিশনের তথ্য বলছে, ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দেব ভোট পেয়েছেন ৮ লাখ ৩৭ হাজার ৯৯০। হিরণ ভোট পেয়েছেন ৬ লাখ ৫৫ হাজার ১২২। বিজেপি প্রার্থীর সঙ্গে তাঁর ভোটের ব্যবধান ১ লাখ ৮২ হাজার ৮৬৮। অন্যদিকে বামেদের তপন গঙ্গোপাধ্যায় পেয়েছেন মাত্র ৭৪ হাজার ৯০৮ ভোট। দেবের জয় যে শুধু সময়ের অপেক্ষা, তা কার্যত স্পষ্ট। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে তৃণমূলের অন্দরে। সবুজ আবির খেলছেন জোড়া ফুলের কর্মী-সমর্থকরা।

২০২৪ এর প্রার্থীদের দিকে একনজর

দল প্রার্থী প্রাপ্ত ভোট (রাত সাড়ে আটটা পর্যন্ত)
তৃণমূল কংগ্রেস দেব ৮৩৭৯৯০
বিজেপি হিরণ চট্টোপাধ্যায় ৬৫৫১২২
সিপিআই তপন গঙ্গোপাধ্যায় ৭৪৯০৮

লোকসভা নির্বাচনের ঠিক আগে একাধিক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দেব। এরপরেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও তা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন দেব স্বয়ং। তাঁকেই ঘাটালের প্রার্থী হিসেবে বেছে নিয়েছিল তৃণমূল।

ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়নের জন্য রাজ্যের থেকে সাহায্য চেয়েছিলেন দেব। মমতা বন্দ্য়োপাধ্যায় ফিরিয়ে দিতে পারেননি ভাইয়ের কথা। রাজ্য এই প্রকল্পের বাস্তবায়নের জন্য সাহায্য করবে, জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্যদিকে, বিজেপি বিধায়ক হিরণকে এই কেন্দ্রের প্রার্থী করেছিল বিজেপি। দেব ২০১৪ সাল থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ। তাঁর স্টার ‘দম’ তো রয়েইছে। সঙ্গে তিনি প্রচারও চালিয়েছেন ব্যাপকভাবে। অন্যদিকে, হিরণের পিএইচডি করা নিয়ে দেওয়া তথ্যের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছিল আম আদমি পার্টি। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেন হিরণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version