মথুরাপুর লোকসভা কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনার লোকসভা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। এই লোকসভা কেন্দ্রটি বর্তমানে তফশিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত। এই লোকসভা কেন্দ্রের মধ্য়ে রয়েছে মোট সাতটি বিধানসভা কেন্দ্র। বিধানসভা কেন্দ্রগুলি হল পাথরপ্রতিমা, কাকদ্বীপ,সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, মগরাহাট পশ্চিম। ২০১৪ সালে ষোড়শ লোকসভা নির্বাচনে এই ভোট কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন ঘাসফুল শিবিরের চৌধুরী মোহন জাটুয়া। ২০১৯ সালের সপ্তদশ লোকসভা নির্বাচনেও তিনি জয়ী হন তৃণমূলের হয়ে লড়াই করে। ২০০৯ সাল থেকে তিন মেয়াদে সাংসদ তিনি। ২০০৯-এর আগে এই লোকসভা কেন্দ্রটিতে বামেদের আধিপত্য ছিল। ১৯৮৯-২০০৯ সাল পর্যন্ত এই কেন্দ্রে বামরাই জিতে এসেছে। ১৯৬২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত এই লোকসভা কেন্দ্র কংগ্রেসের দখলে থাকলে ১৯৭১ সালে ফের বাম এই কেন্দ্র ছিনিয়ে নেয়। ফের ১৯৮৪ থেকে ১৯৮৯ পর্যন্ত এই কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় ফেরে।রইল লাইভ আপডেট
সকাল ১০টা ৩০, এগিয়ে তৃণমূলের বাপি হালদার।

২০২৪ সালে কৃ্ষ্ণনগর লোকসভা নির্বাচনের ফল
দল প্রার্থী প্রাপ্ত ভোট
তৃণমূল বাপি হালদার
সিপিআইএম শরৎচন্দ্র হালদার
বিজেপি অশোক পুরকাইত

একনজরে ২০১৯ সালে লোকসভা নির্বাচনের ফল

দল প্রার্থী প্রাপ্ত ভোট ভোট শতাংশ
তৃণমূল চৌধুরী মোহন জাটুয়া ৭২৬,৮২৮ ৫১.৮৪
বিজেপি শ্যামা প্রসাদ হালদার ৫২২,৮৫৪ ৩৭.২৯
সিপিআই(এম) শরৎ চন্দ্র হালদার ৯২,৪১৭ ৬.৫৯
কংগ্রেস কৃত্তিবাস সরদার ৩২,৩২৪ ২.৩১

এই কেন্দ্রের অধিকাংশ এলাকা জল-জঙ্গলে ঘেরা। সাগর ও পাথরপ্রতিমা – এই দুটি বিধানসভা এলাকার বেশিরভাগই নদীনালা বেষ্টিত। এবার এই কেন্দ্রে তৃণমূলের বাজি যুব নেতা বাপি হালদার। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অশোক পুরকাইত। অন্যদিকে বামেদের হয়ে লড়েছে শরৎচন্দ্র হালদার। রাজনীতির কারবারিরা বলছেন, চব্বিশের লোকসভা নির্বাচনে দুই ফুলের মধ্যে টক্কর হতে চলেছে। হারানো জমি পুনরুদ্ধারে কোমর বেঁধে নেমেছে বামেরাও। ফল কী হবে তার উত্তর মিলবে আর কিছু সময় পরেই।রিফ্রেস করতে থাকুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version