দরজার হ্যান্ডেল ধরে ঝুলছেন তিনি। পাদানিতে কোনওরকমে দুটো পা রাখার জায়গা পেয়েছেন। শরীরের বেশিরভাগ অংশটাই ট্রেনের বাইরে। কোনওরকমে ঝুলে ঝুলেই যেতে হচ্ছে মহিলা যাত্রীকে। শিয়ালদায় ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলার জন্য যাত্রীদের এরকম চূড়ান্ত ভোগান্তির একগুচ্ছ চিত্র দেখা গেল শুক্রবার দিনভর। বিধাননগরগামী ওই মহিলা যাত্রী বলেন, ‘৯টা থেকে ট্রেন ধরার চেষ্টা করছি। এত ভিড়, দুটো ট্রেন ছাড়ার পর তিন নম্বর ট্রেনে ঝুলে ঝুলেই যেতে হচ্ছে।’শিয়ালদা স্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলার জন্য সঠিক সময়ে ট্রেন অমিল, সংখ্যাও কমেছে ট্রেনের। শুক্রবার সকাল থেকে চূড়ান্ত দুর্ভোগ যাত্রীদের। অফিস, কর্মস্থল থেকে স্কুল-কলেজ যাওয়ার জন্য যাত্রীদের হয় বিকল্প রুট ভাবতে হচ্ছে, নয়তো হাতে অনেকটা সময় নিয়ে বেরিয়েও হয়রানির মুখে পড়তে হচ্ছে। দিনভর গলদঘর্ম অবস্থা যাত্রীদের। শনিবারও অনেক অফিস খোলা থাকে। ফলত, হয়রানি এখনই কমার লক্ষণ নেই।

দমদম স্টেশনের এক যাত্রী বলেন, ‘আমরা তো ট্রেনে রোজ অফিস যাতায়াত করি। প্রচুর সমস্যা হচ্ছে। এতগুলো ট্রেন বাতিল করেছে। আধ ঘণ্টা হয়ে গেল স্টেশনে দাঁড়িয়ে আছি। অনেকটাই সমস্যায় পড়তে হল।’ নিউ ব্যারাকপুর স্টেশন থেকে শিয়ালদাগামী এক মহিলা যাত্রী বলেন, ‘গ্যালোপিন ট্রেন সব স্টেশনে দাঁড়িয়েছে। অনেকটাই দেরি হল। এরপর বাসে করে যেতে হবে। কেননা, গাড়িটা বিধাননগরের পরে আর যাবে না। খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আমাদের।

অনেকে জানতেনই না ট্রেন বাতিলের খবর। গোপাল দাস নামে এক যাত্রী শিয়ালদায় যেতে চাইছিলেন। তিনি বলেন, ‘আমি তো জানতামই না ট্রেন বাতিল হয়েছে। প্ল্যাটফর্মে এসে শুনলাম। এখনও আদৌ কী ভাবে পৌঁছতে পারব অফিসে বুঝতে পারছি না। খুবই বিপদের মধ্যে পড়ে গেলাম।’ শিয়ালদার মেন এবং বনগাঁ শাখার যাত্রীদের সকাল থেকেই দুর্ভোগের মধ্যে পড়তে হয়। বেশ কিছু লোকাল ট্রেন বাতিল, যে ট্রেনগুলো চলছে তাদের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া, এমনকি কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে, সেটা বৃহস্পতিবার রাত পর্যন্ত কিছু না জানানোর কারণে অনেক জায়গাতেই ক্ষোভ উগরে দেন যাত্রীরা।

নৈহাটি, কল্যাণী, ব্যারাকপুর, রানাঘাট, শান্তিপুর, বনগাঁ, হাসনাবাদ শাখার যাত্রীদের চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে হয়। এক যাত্রী কথায়, ‘এগুলো তো দু-একদিন আগে থেকে বিস্তারিত জানিয়ে দিতে পারত। তাহলে তো এত সমস্যার মুখে পড়তে হতো না। যাত্রীদের সময়ের দিকটাও তো রেলের খেয়াল রাখা উচিত।’ কোন ট্রেন বাতিল বা কোন ট্রেন কতোটা যাচ্ছে, সেই সংক্রান্ত বিষয়েও সব সময় এই শাখার স্টেশনগুলিতে ঘোষণা করা হচ্ছে না বলেও অভিযোগ করেন অনেকে।

Sealdah Local Train News: শিয়ালদার ১-৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ, সকাল থেকেই ট্রেনে ভোগান্তির অভিযোগ যাত্রীদের
রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বৃহস্পতিবার মধ্যরাত কাজ শুরু হয়েছে। রবিবার দুপুর ২টো পর্যন্ত এই প্লাটফর্মগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কারণে যেমন কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, তেমনই কিছু ট্রেনের ছাড়া এবং পৌঁছনোর জায়গাতেও পরিবর্তন আনা হয়েছে। বাতিলও হয়েছে একাধিক ট্রেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version