১৪ জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে অথৈ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে নতুন ছবি ‘অথৈ’এর ট্রেলার। সম্প্রতি হয়ে গিয়েছে ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। এর আগে মঞ্চে একাধিক সফল নাটক পরিচালনা করেছেন অর্ণ মুখোপাধ্যায়। বড়পর্দাতেও আগে দেখা গিয়েছে তাঁকে। এই প্রথম বড়পর্দায় পরিচালনার সিটে বসলেন। সেই সঙ্গে ছবির মুখ্যভূমিকাতেও দেখা যাবে তাঁকে (Athhoi Trailer Launch)। ছবির ক্রিয়েটিভ ডিরেক্টরের পাশাপাশি আর এক মুখ্য় চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। এই দুই অভিনেতা পরিচালকের পাশাপাশি আরও মুখ্য চরিত্রে থাকছেন অভিনেত্রী সোহিনী সরকার। চলুন দেখেনি ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের এক ঝলক। এসভিএফ প্রযোজিত এ সিনেমা নিয়ে উন্মাদনা রয়েছে দর্শক মহলে। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।