হাবড়া থেকে ভোরে দিঘা যাওয়ার বাস রয়েছে। রয়েছে এসি বাসও। কিন্তু, সপ্তাহান্তে সকালে কাজ সেরে দুপুরের দিকে বাসে করে ঢুঁ মারতে চান দিঘা? সেই প্ল্যানে এতদিন পর্যন্ত ‘বাধ সাধত’ বাস সার্ভিস। এবার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি মেনে দুপুরের সময় হাবড়া-দিঘা বাস সার্ভিস চালু করা হল। অন্যদিকে, বিকেলে বাস ছাড়বে দিঘা থেকে, যা পৌঁছবে হাবড়ায়। সপ্তাহান্তে যাঁরা ঢুঁ মারতে চান দিঘা, তাঁদের রীতিমতো পোয়া বারো। এবার সকালের দিকে কাজ গুছিয়ে দুপুর দুপুর সৈকতে বেরিয়ে পড়লেই হল!

কখন ছাড়বে এই বাস?

ডব্লিউবিটিসি সূত্রে খবর, দুপুরে যাতে হাবড়া থেকে দিঘা বাস পরিষেবা চালু করা হয় সেই জন্য একাধিক জায়গা থেকে আবেদন পেয়েছিলেন তাঁরা। আর যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই বাস চালু করা হয়েছে। হাবড়া থেকে তা ছাড়বে দুপুর ১টা নাগাদ। বারাসত থেকে তা দিঘার উদ্দেশে রওনা দেবে ২.১৫ মিনিটে এবং হাবড়া ফেরার জন্য তা দিঘা থেকে ছাড়বে বিকেল ৪টের সময়।

কোন কোন রুটে এই বাসটি চলবে?

হাবড়া থেকে ১টায় বাসটি ছাড়ার কারণে সময় নিয়ে বিরাট সুবিধা হতে চলেছে ‘দিঘা লাভার’-দের। বাসটি অশোকনগর কচুয়া মোড় হয়ে যাবে। হাবড়া থেকে অশোকনগর কচুয়া মোড়, দত্তপুকুর, বারাসত, বিমানবন্দর, ধুলাগড়, উলুবেড়িয়া, বাগনান, কোলাঘাট, মেচাদা, রাধামণি, নিমতৌড়ি, নন্দকুমার, চণ্ডীপুর, বাজকুল, হেনরিয়া, কাঁথি হয়ে চউলখোলায় পৌঁছবে। যে সমস্ত যাত্রীরা মন্দারমণি যেতে চান তাঁরা চওলখোলাতে নামতে পারবেন। এরপর সেখান থেকে বাসটি রামনগর যাবে।

উল্লেখ্য, বাসটি দিঘা বাস স্ট্যান্ড থেকে বিকেল ৪টের সময় ছাড়বে। ফেরার সময় বাসটি অবশ্য এসপ্ল্যানেডে হয়ে ফিরছে। ফলে যে সমস্ত যাত্রীদের এসপ্ল্যানেড থেকে ফেরার সময় গন্তব্যে পৌঁছতে সুবিধা হয়, তাদের জন্যও এই বাস পরিষেবা চালু অত্যন্ত সুখবর হতে চলেছে। বাসটির ভাড়া ধার্য্য করা হয়েছে ১৭৯ টাকা।

অনলাইনে কি টিকিট কাটা সম্ভব হবে?

বহু যাত্রী অনলাইনে আগেভাগেই টিকিট কেটে রাখতে চান। এক্ষেত্রে সিট বুকিংয়েও সুবিধা হয়। এই বাসটির ক্ষেত্রে সেই সুবিধাও রয়েছে।

https://wbtconline.in/home, https://www.redbus.com/, https://www.makemytrip.com/, https://www.paytm.com/, https://www.bus.irctc.co.in/home, https://www.abhibus.com/ থেকে বুকিং করা যাবে। স্বাভাবিকভাবেই এই পরিষেবা চালু হওয়ায় খুশি যাত্রীরা।

বিভিন্ন অনলাইন অ্যাপ মারফত পেমেন্ট করা সম্ভব হবে। কোনও অতিরিক্ত অর্থ যাতে পেমেন্ট কেউ না করেন, সেই বিষয়ে সতর্কও করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version