উত্তরবঙ্গে বৃষ্টি হলেও ফের গরমের দাপট দক্ষিণবঙ্গ। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কবে ফের বৃষ্টির দেখা মিলবে দক্ষিণবঙ্গে? দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি। বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি। ১০ জুন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি। ১০ জুন উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। ১১ তারিখেও তাপপ্রবাহের সতর্কতা জারি। ১২ জুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। ১৩ তারিখেও বঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি। কলকাতাতে অস্বস্তিকর আবহাওয়া। রবিবার বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর কী কী জানাচ্ছে হাওয়া অফিসের আপডেট।