এই সময়: লোকসভা ভোটে বিপুল জয়ের পর নেতা-কর্মীদের সংযমী, নম্র হওয়ার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল প্রকাশের পর কলকাতায় কয়েকটি আবাসনে ভাঙচুর এবং নিউটাউনের এক রেস্তোরাঁ মালিকের সঙ্গে দলীয় বিধায়ক সোহম চক্রবর্তীর আচরণ নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে অভিষেকের এই বার্তা ইঙ্গিতবাহী বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব।লোকসভা নির্বাচনের নিরিখে এবার সেকেন্ড বেস্ট রেজ়াল্ট করেছে জোড়াফুল। লোকসভায় ২৯টি আসনে জয়ী হওয়ায় সংসদের দুই কক্ষ মিলিয়ে এখন তৃণমূলের হাতে ৪২ জন সাংসদ রয়েছেন। রবিবার এক্স হ্যান্ডডেলে এই জনপ্রতিনিধিদের নিজেদের কর্তব্য পালন করার পরামর্শ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

কালীঘাটে শনিবার তৃণমূলের সমস্ত প্রার্থী ও সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন। সেই বৈঠকের সাংবাদিক বৈঠকে মমতা স্পষ্ট জানান, তৃণমূলের জয়ী প্রার্থীরা সংসদে গিয়ে বসে থাকবেন না। তাঁরা রাজ্যের বকেয়া টাকা আদায়, সিএএ বাতিল করার দাবি নিয়ে সরব হবেন।

অভিষেক এ দিন এক্স হ্যান্ডেল পোস্টে বলেছেন, ‘তৃণমূলের নেতৃত্ব ও সমস্ত সদস্যকে অনুরোধ করব, মানুষ আমাদের উপরে যে আস্থা রেখেছে, তাকে সম্মান জানিয়ে কাজ করতে। মানুষ সমর্থন করায় জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন। তাই তাঁদের আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।’ ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূল মানুষের বিপুল সমর্থন পাওয়ায় দলের নেতা-কর্মীদের আরও নম্র হওয়ার বার্তা দিয়েছেন অভিষেক।

তিনি এক্স হ্যান্ডেলে বলেছেন, ‘জয়ের ক্ষেত্রে মানবিকতা ও শিষ্টাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য, গত ৪ জুন ভোটের ফল প্রকাশের পর কলকাতায় একাধিক আবাসনে হামলার ঘটনা ঘটে। একটি আবাসনের মধ্যে অটো রিকশার মিছিল করে ডিজে বাজানোর অভিযোগ উঠেছে। একটি আবাসনের সামনে জঞ্জাল ফেলে দেওয়ার অভিযোগ ওঠে।

NRC ইস্যু থেকে পাওনা, এমপি-রা সরব হবেন কক্ষে

কালীঘাটে শনিবার দলীয় বৈঠকে মমতা নিজে এই ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। কলকাতা উত্তরের জয়ী তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে ওই আবাসনে গিয়ে দুঃখপ্রকাশ করার পরামর্শও দিয়েছেন তৃণমূলনেত্রী। এই প্রেক্ষাপটে অভিষেকের এ দিন এক্স-পোস্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

যেখানে নিচুতলার কর্মীদের একাংশ বাড়তি উচ্ছ্বাসে গা ভাসিয়েছেন, সেখানে নেতৃত্বকে বাড়তি দায়িত্ব নিয়ে ওই কর্মীদের সংযত করতে হবে বলেও মনে করছেন তৃণমূল নেতৃত্ব। ভোট পরবর্তী এই অশান্তির পাশাপাশি চণ্ডীপুরের বিধায়ক সোহমকে নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তাই অভিষেকের এ দিনের এক্স-পোস্ট সোহমের মতো বিধায়কদের প্রতিও বার্তা বলে তৃণমূলের নেতারা মনে করছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version