কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
বুধবার অস্বস্তিকর গরম থাকতে পারে শহর কলকাতায়। বৃষ্টিপাতের সম্ভাবনাও কম। সকাল থেকেই তাপমাত্রার পারদ থাকতে পারে ঊর্ধ্বমুখী। বিকেলের পর আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে চলেছে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে তিলোত্তমাতে।
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি বেশি। এদিন অর্থাৎ বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৫ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
- এদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই গরমের জন্য অস্বস্তিকর আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের তিন জেলায় এদিন রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। আরও পাঁচ জেলায় তাপপ্রবাহের মতো অস্বস্তিকর অনুভূতি হতে পারে। বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রাজ্যজুড়ে হতে পারে ঝড়-বৃষ্টি। শুক্রবার ঝড়-বৃষ্টি বাড়তে পারে।
- বুধবার বিকেল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি এবং তাপপ্রবাহের সতর্কতা থাকতে পারে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান এবং হুগলিতে।
- বৃহস্পতিবার সকালেও বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলতে পারে। দুপুরের পর থেকে আবহাওয়া বদলাতে পারে। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
বুধবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য সব এলাকাতেই ভারী বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
বর্ষা নিয়ে আপডেট
উত্তরবঙ্গে এই বছর তড়িঘড়ি প্রবেশ করেছিল বর্ষা। কিন্তু, তারপর থেকে তা একই জায়গায় থমকে রয়েছে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা ক্ষীণ বলেই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।