রবিবার সকাল ৯টা থেকে মেলে মেট্রো পরিষেবা। তবে ১৬ জুন রবিবার রয়েছে ইউপিএসসি পরীক্ষা। আর তাই ইউপিএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই রবিবার মেট্রো পরিষেবা মিলবে আর পাঁচটা দিনের মতোই সকাল ৭টা থেকে (UPSC Examination 2024)। ১৬ জুন সকাল ৭টায় দমদম এবং কবি সুভাষ থেকে মেট্রো মিলবে, তবে দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো মিলবে সকাল ৭.১৫ মিনিটে বলে ঘোষণা করা হয়েছে মেট্রো রেলের তরফে (Kolkata Matro Service)। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত আধ ঘন্টা অন্তর অন্তর মিলবে মেট্রো পরিষেবা। রবিবারে মেট্রোর সংখ্যাও বেশি থাকবে বলে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে। মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র কী বললেন এই বিষয়ে? আসুন বিস্তারিত জেনে নিন এই ভিডিয়োতে।