পূর্বাভাস ছিলই, সেই মতোই সকাল থেকে শহর কলকাতার বেশিরভাগ জায়গাতেই প্রধানত মেঘলা আকাশ। তবে সঙ্গে বজায় রয়েছে তীব্র গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়।আলিপুর আবহাওয়া দফতর বলছে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বিক্ষিপ্ত বৃষ্টি শুরু। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। বৃহস্পতিবার তা আরও কিছুটা বাড়বে। ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। বিহার থেকে অসম বিস্তৃত পর্যন্ত অক্ষরেখা এবং দক্ষিণা বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ শুধু সময়ের অপেক্ষা।

কলকাতার আবহাওয়া কেমন?

হাওয়া অফিস বলেছ, মঙ্গলবার থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভোরের দিকে ইতিমধ্যে কলকাতা সহ একাধিক জেলায় মৃদু প্রাক বর্ষার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি বুধ ও বৃহস্পতিবার বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পরিমাণও বাড়বে বুধবার থেকে। আজ প্রধানত মেঘলা আকাশই থাকবে। ফলে রোদের দেখা মেলার সম্ভাবনা ক্ষীণ। গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই দিনের বিভিন্ন সময়ে বা রাতের দিকেও স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

এছাড়া দক্ষিণবঙ্গ বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝড়ো হাওয়ার পূর্বাভাস থাকছে মঙ্গলবার। তারমধ্যে পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। তবে আজ থেকে রাজ্যের কোনও জেলায় আর তাপপ্রবাহের পরিস্থিতি থাকছে না। যদিও কিছু জেলায় বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত চূড়ান্ত আর্দ্র এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। এককথায় বলতে গেলে আজ থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বয়ে যেতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস।

উত্তরে দুর্যোগ চলবে

এদিকে বৃষ্টিতে উত্তরবঙ্গের দুর্ভোগ আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সিকিমসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে চলবে প্রবল বৃষ্টিপাত। এমনকী বঙ্গের পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা চলবে প্রায় চার থেকে পাঁচ দিন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস থাকছে। এর মধ্যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে অতিভারী বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে এই তিন জেলার কয়েক জায়গায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং জেলার কিছু অংশে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়া মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝেড়ো হাওয়ার পূর্বাভাস থাকছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version