বৃষ্টির প্রতীক্ষায় রয়েছে গোটা দক্ষিণবঙ্গ। এদিকে সতর্কবার্তা জারি বজ্রপাতের। দক্ষিণবঙ্গের ৯ জেলায় হলুদ সতর্কতা। কিন্তু বৃষ্টি কবে হবে? পূর্বাভাস আর মিলছে কোথায়! এপ্রিলে তীব্র দহনের পরে দক্ষিণবঙ্গে জুনে ফের নতুন করে ফিরে এসেছে তাপপ্রবাহ। আবহবিদরা জানাচ্ছেন, শুকনো আবহাওয়া এবং বাতাসে ভাসমান ধুলোর আধিক্যই দক্ষিণবঙ্গের বিরাট এলাকাকে বজ্রপাতের জন্য ‘আদর্শ’ করে তুলেছে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ‘ইম্পুনডুলু’-আতঙ্ক।
Source link