বাঙালির এই উইকএন্ড জমজমাট। মাছে ভাতে বাঙালির পাতে পড়তে চলেছে ইলিশ। মরসুমের শুরুতেই ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে ঢুকলো ৩ টন ইলিশ। দু মাস ফিশিং বন্ধ থাকার পর ১৫ ই জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যান মৎস্যজীবীরা। এবারে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার মাছ আড়তে প্রায় ৩ টন ইলিশ ঢুকেছে বলে জানালেন নগেন্দ্রবাজার মৎস্য আড়তদার সমিতি। পাশাপাশি মৎস্য আড়তদার সমিতির সম্পাদক জগন্নাথ সরকার বলেন, মরশুমের শুরুতেই জালে ইলিশ দেখা দিয়েছে। পরিমাণে কম হলেও ইলিশের সাইজ বেশ ভালো। দুমাস মাছ ধরা বন্ধ থাকার কারণে ভালো সাইজের ইলিশ ধরা পড়ছে। তবে অন্যান্য বছরের থেকে এবছর জালে ইলিশ পড়বে বলে আশাবাদী মৎস্যজীবি থেকে আড়তদাররা। জালে ইলিশ পড়লেই মধ্যবিত্তের নাগালে আসবে দাম। এখন বাজারে ১ কেজি ওজনের ইলিশের দাম ১৪০০ টাকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version