শনিবার পুরীর জগন্নাথ মন্দির থেকে ইসকন মন্দির দেশ জুড়ে সর্বত্রই স্নান যাত্রার উৎসব চলছে। কিন্তু মহিষাদলের চিত্রটা অন্যরকম। এখানে রথে জগন্নাথদেবের স্নানযাত্রা হয় না। মহিষাদল রাজ পরিবারের রথযাত্রার স্নান যাত্রার নিয়ম রীতি একেবারে অন্য রকম, যেখানে পঞ্চ-গব্য দিয়ে রথের চাকাকে স্নান করানোই রাজবাড়ির স্নান যাত্রা বা শুদ্ধিকরণ রীতি।প্রাচীণ সেই রীতি আজও চলে আসছে। তবে আজ স্নান যাত্রার দিনে নয়, কাঠের রথের কাঠের চাকাগুলিকে গঙ্গা জল, দই, দুধ, ঘি, মধু সহ আনুষঙ্গিক দ্রব্যাদি দিয়ে পুজো আর স্নান করানো হয় রথের আগেরদিন। রথের আগের দিন পূজার্চনা করে রথের নেত্র উৎসবের মধ্য দিয়ে রথের স্নানযাত্রা বা শুদ্ধিকরণ করা হয়। তাই আজকের স্নানযাত্রার দিনে দেবতার গায়ে জল ঢেলে স্নানের ছবি দেখা যায় না।