খাস কলকাতায় মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ। এক অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। গাড়ির এসি নিয়ে ঝামেলার সময় মহিলার সঙ্গে অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে গড়িয়াহাট যাওয়ার জন্য একটি অ্যাপ ক্যাব বুক ওড়েছিলেন গাঙ্গুলিবাগানের এক বাসিন্দা। গাড়িতে ওঠার পর ওই মহিলা যাত্রী গাড়িতে এসির হাওয়া কমানোর জন্য অনুরোধ করেন। তিনি একাধিকবার বিষয়টি নিয়ে অ্যাপ ক্যাব চালককে অনুরোধ করলেও তাতে কর্ণপাত করেননি ওই গাড়ির চালক।

কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপর গাড়িটি যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছতে গাড়ি থামানোর কথা বলে ওই মহিলা যাত্রী। গাড়ি থেকে এরপর নেমে যান ওই মহিলা যাত্রী। নেমে পড়েন সেই চালকও। এরপর দু’জনের মধ্যে ভাড়া নিয়ে বচসা শুরু হয়। মহিলার অভিযোগ, এই সময়েই তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন ওই গাড়ির চালক। মহিলার গায়ে হাত দেওয়া হয় বলেও অভিযোগ।

Neet Exam 2024 Update: নিটের প্রশ্ন ফাঁসের ঘটনায় কলকাতা থেকেও ধৃত ১, মাস্টারমাইন্ডের খোঁজে সিবিআই
এরপরেই পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা যাত্রী। পুরো বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানান তিনি। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। মহিলার কাছ থেকে ওই অ্যাপ ক্যাব চালকের তথ্য সংগ্রহ করে পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যেই ওই চালককে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অ্যাপ ক্যাব চালকের নাম ললিত চৌপাল (৩৪)। গড়িয়াহাট এলাকায় ওই যুবকের বাড়ি। গ্রেফতার করে ওই অ্যাপ ক্যাব চালককে আজ, বুধবার আলিপুর আদালতে তোলা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version