গুরুতর অসুস্থ বিধায়ক তথা বিধানসভার ইন্ডাস্ট্রি,কমার্স এন্ড এন্টারপ্রাইজ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কানাইচন্দ্র মণ্ডল। তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। একটি কর্মসূচি থেকে ফেরার পথে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। শেষ খবর পাওয়া পযন্ত তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুর্গাপুর থেকে বর্ধমান ফেরার পথে বিধানসভার ইন্ড্রাষ্টি কমার্স এণ্ড এন্টারপ্রাইজ স্ট্যাণ্ডিং কমিটির চেয়ারম্যান তথা মুর্শিদাবাদের নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে তাঁকে গলসীর পুরষা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর এই অসুস্থতার খবর পেয়েই বর্ধমান হাসপাতালে ছুটে যান রোগী কল্যাণ সমিতির সদস্য উজ্জ্বল প্রামাণিক সহ বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস, জেলা মুখ্য স্বাস্থ্যাধিকারিক জয়রাম হেমব্রম প্রমুখরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর থেকে গাড়িতে ফেরার পথে তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে পুরষা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। বুধবার এই স্টাণ্ডিং কমিটি দুর্গাপুরের বিড়লা কর্পোরেশন লিমিটেড, গ্রাফাইট ইণ্ডিয়া লিমিটেড, এসআরএমবি টিএমটি, মাইথন স্টিল এণ্ড পাওয়ার লিমিটেড সহ বেশ কয়েকটি কারখানা তাঁরা পরিদর্শন করেন। এরপরই ফেরার পথে তিনি অসুস্থবোধ করেন।

প্রতারণা করে জমি দখল, ধৃত তৃণমূলের ব্লক সভাপতি
জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক জয়রাম হেমব্রম বলেন, ‘এখন তিনি অনেকটাই সুস্থ আছেন। অল্পস্বল্প কথা বলতে পারছেন। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। কার্ডিওলজিস্ট এবং নিউরোলজিস্ট এসেছেন। তাঁরা অংকে দেখছেন। ওঁর হঠাৎ বুকে ব্যাথা হয়, কিছুটা খিঁচুনি হয়। এমআরআই না করলে সঠিক বোঝা যাবে না। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেছেন।’ তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত উনি স্থিতিশীল আছেন বলেই জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version