আমাদের কর্মব্যস্ত জীবনে আর হয়তো রেডিও শোনার সুযোগ সেইবাবে হয়ে ওঠেনা। এছাড়াও স্মার্টফোনের কোপে কার্যত হারিয়ে যেতে বসেছে রেডিও। অতীতে যারা রেডিও শুনতেন সেই রেডিও এখন পড়ে থাকে বাড়ির এক কোণে। এরই মাঝে শহরের প্রথম কমিউনিটি রেডিও স্টেশন পেল সিউড়ীবাসী। পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে তার পথচলা । তাই এখন রেডিওয় ৯০.৪ ফ্রেকোয়েন্সি টিউন করলেই শোনা যাচ্ছে, ‘ নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন ৯০.৪ গীতাঞ্জলি রেডিও। সিউড়ির প্রথম কমিউনিটি রেডিও স্টেশন’। সমস্ত রকম শর্ত মেনে কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে মিলেছে রেডিও স্টেশন খোলার ছাড়পত্র । তারপর থেকে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে পথ চলা। তবে হারিয়ে যাওয়ার রেডিও কে ফিরে পেয়ে তার প্রতি সিউড়ি তথা জেলার যুবসমাজ ঠিক কতটা আকৃষ্ট হয় সেটাই এখন দেখার। আসুন দেখে নিন এই ভিডিয়ো আরও বিস্তারিত জানতে।