চোরের তাণ্ডব নাজেহাল বর্ধমানের স্কুল। এ দিন বর্ধমানের একটি নয় পরপর তিনটি স্কুলে চুরি হয়েছে বলে খবর মিলেছে। বিষয়টি নিয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ কুমার চক্রবর্তী জানিয়েছেন চোরেরা সর্বস্ব নিয়ে চলে গিয়েছে। লকারটি পর্যন্ত বাদ রাখেনি। সেখানে অনেক গুরুত্বপূর্ণ নথি। চোরের দল সঙ্গে নিয়ে গিয়েছে হাজার খানেক টাকাও। এমনকী সিসিটিভি ফুটেজ যাতে না দেখতে পায় কেউ তার জন্য কম্পিউটারের হার্ডডিস্কও খুলে নিয়ে চলে গিয়েছে চোরের দল। কার্যত লন্ডভন্ড করে দিয়েছে স্কুলটি। ঘটনায় অত্যন্ত ব্যথিত হয়েছেন প্রধান শিক্ষক। পাশাপাশি সহ-শিক্ষক প্রসূনচন্দ্র দাস কী জানাচ্ছেন? আসুন দেখে নিন সেই ভিডিয়ো।