আদি গঙ্গার পাড় ঘেঁষে বারুইপুর বাইপাস রোড নিয়ে এবার বড় সিদ্ধান্ত প্রশাসনের। রাজ্যে জুড়ে বেআইনি দখলদারি উচ্ছেদের মাঝেই এবার এই বাইপাস রোড সাজানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। রাস্তার দুই ধারে বেআইনি দখলদারি হটানোর কাজ শুরু হবে শীঘ্রই।সোনারপুরের কামালগাজি মোড় থেকে বারুইপুরের শাসন পর্যন্ত প্রায় সাড়ে ১৭ কিলোমিটার রাস্তার অনেক জায়গাতেই রয়েছে বেআইনি দখলদারি ৷ প্রচুর দোকানপাটও গড়ে উঠেছে বিগত কয়েক বছরে৷ তা ভেঙে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রশাসনের। পুরোটাই ফেন্সিং করে দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে৷ খুব তাড়াতাড়ি একটি তারিখ ঠিক করে উচ্ছেদ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন বারুইপুরের মহকুমাশাসক চিত্রদীপ সেন ৷

আদিগঙ্গার পাড়ে জবরদখল উচ্ছেদ নিয়ে বারুইপুর মহকুমাশাসক চিত্রদীপ সেনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল বারুইপুর মহকুমাশাসকের দফতরে। বৈঠকে সেচ দফতরের আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুর ও সোনারপুরের বিডিও ৷ উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা এবং রাজপুর সোনারপুর পুরসভার CIC নজরুল আলি মণ্ডল ও বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস ৷

মুখ্যমন্ত্রীর নির্দেশে আদিগঙ্গার পাড় থেকে বেআইনি দখলের সরানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় ৷ শুধু তাই নয়, নতুন করে যাতে কোনও দখলদারি না হয় তার জন্য রাস্তার দুইপাশে ফেন্সিং দিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। মহকুমা শাসক চিত্রদীপ সেন বলেন, ‘সেচ দফতরের এটি একটি প্রজেক্ট। কামালগাজি মোড় থেকে বারুইপুরের শাসন পর্যন্ত যে খালটি রয়েছে, তার দুই দিকে সৌন্দর্যায়ন করা হবে। সেই কারণেই সমস্ত স্টেক হোল্ডাদের নিয়ে একটি বৈঠক করা হল।’ খুব শীঘ্রই এর কাজ শুরু হবে বলেও জানান তিনি।

Debasish Kumar: পুজোর আগেই ভোল বদল নিউ মার্কেটের, আশাবাদী দেবাশিস কুমার

বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস জানান, আদি গঙ্গার পাড় ধরে একদিকে যেমন উচ্ছেদ প্রক্রিয়া চলবে, পাশাপাশি আদি গঙ্গার দুই ধারে সৌন্দর্যায়নের কাজও চলবে। আগামী অগাস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে এই কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, যে সমস্ত বেআইনি দখলদার ব্যবসায়ীরা রয়েছেন, তাঁদের পুনর্বাসনের বিষয়টি আলোচনার স্তরে রয়েছে বলেও জানান তিনি।

পুর-সমীক্ষায় নাম তুলতে হকারদের আধার লিঙ্ক মাস্ট
উল্লেখ্য, গত বছর বারুইপুর পদ্মপুকুর থেকে শাসন যাওয়ার বাইপাস আদি গঙ্গার পাশে পদ্মপুকুর থেকে বংশী বটতলা মোড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার গঙ্গার পাড় সাজানোর কাজ করা হয়। কিছুদিন পরে তার বেহাল দশার অভিযোগ তোলেন স্থানীয়রা। তবে, এবার কোনও নির্দিষ্ট অংশ নয়, প্রায় ১৭ কিমি বিস্তৃত পুরো অংশটি সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version