১৯ জুলাই মুক্তি পেতে চলেছে আনন্দ তিওয়ারি পরিচালিত এবং ভিকি কৌশল অভিনীত ছবি ব্যাড নিউজ। ছবির প্রমোশনে এখন বেজায় ব্যস্ত ভিকি। ছবিতে দেখা যাবে, ভিকি কৌশল, তৃপ্তি দিমরি এবং অ্যামি বিক্রান্ত এবং নেহা ধুপিয়াকে (Vicky Kaushal Movie)। কমেডি এই ছবির মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে বিরল এক গর্ভাবস্থা। এই ছবির প্রমোশনের ফাঁকেই আমাদের লেন্সবন্দি ভিকি কৌশল। ভক্তদের আবদার মেটাতে সবার সঙ্গে হাসি মুখে তুললেন সেলফি (Bad New Promotion)। দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে এই ছবি সেটাই এখন প্রশ্ন, তার উত্তর মিলবে ঠিক সময়েই (Dharma Productions)। ভিকি কৌশলের এই ছবি বক্স অফিসে কেমন সাফল্য পায় তা তো সময় বলবে কিন্তু তার আগে দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version