৯০-এর দশক থেকে কুমার শানুর সেই যে বিজয়রথের সফর শুরু হয়, বলিউড পায় একের পর এক বাম্পার হিট গান। একটা সময় তো শাহরুখ খানের ঠোঁটে সবচেয়ে বেশি তাঁর কন্ঠই শোনা যেত। একদিনে ২৮টি গান রেকর্ড করার মাইলস্টোন আজ পর্যন্ত কেউ ছাপিয়ে যেতে পারেননি। শুধু কি তাই? আমেরিকার বুকেও কুমার শানুর জনপ্রিয়তা এতটাই যে ওহাইয়োর ডেটনের মেয়র ৩১ মার্চ দিনটিকে কুমার শানু ডে হিসেবে চিহ্নিত করেছেন। সেই কুমার শানুর দেখা এদিন পাওয়া গেল সুপারস্টার সিংগারের সেটে। ৬৭ বছর বয়সেও তাঁর অ্যাপিল অস্বীকার করার উপায় কই! তবে ওই একই সেটে দেখা মিলল আরও এক সিংগিং সেনসেশনের। তিনি নেহা কক্কর। প্রতিযোগিতা শুরুর আগে কয়েক মুহূর্তের ফুরফুরে মেজাজ। দেখে নিন ভিডিয়ো….



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version