রাজ্যকে না জানিয়ে কলকাতা এবং লাগোয়া এলাকায় বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে মমতা স্পষ্ট জানিয়ে দেন, এই মাশুল বৃদ্ধির কথা তাঁদের জানা ছিল না। বিষয়টি নিয়ে তিনি রাজ্যের বিদ্যুৎমন্ত্রীকে সিইএসসি-র সঙ্গে কথা বলারও নির্দেশ দেন। চলতি মাসে সিইএসসি গ্রাহকদের যে বিল পাঠাচ্ছে, তাতে গড় মাশুল ৫.৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। ৩০ জুন এ বিষয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিল সংস্থাটি। এদিন নবান্নে প্রশাসনিক বৈঠকে বর্ষায় বিদ্যুৎ নিয়ে সাবধানতা এবং সতর্কতা নিয়ে কিছু পরামর্শ দেন মমতা। ট্রান্সফর্মার বিকল হলে যাতে শিগগির তা মেরামত করা যায়, সেদিনে নজর দিতে বলেন তিনি। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, কয়লার দাম বাড়লেই বিদ্যুৎ অবিলম্বে দামি হবে। বিদ্যুৎ উৎপাদন বা কেনার খরচের পুরোটা যাতে বণ্টন সংস্থাগুলি সঙ্গে সঙ্গে তুলতে পারে, তা নিশ্চিত করতে ২০২২ সালের ২৯ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করে নয়া বিধি কার্যকর করেছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক।