নবান্নের বৈঠকের পর মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন আগামী ১০ দিনের মধ্যে বাজারে সবজির আগুন দাম নিয়ন্ত্রণে আনতে হবে। আর পরপর দুদিন অ্যাকশনে নামল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্স। শাকসবজি থেকে মাছ-মাংস, খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে কলকাতা থেকে শুরু করে একাধিক জেলায় আজ সকাল থেকে শুরু হয়ে গিয়েছে অভিযান (Mamata Banerjee News)। এই পরিস্থিতিতে মধ্যবিত্তের মুখে হাসি ফোটাচ্ছে সুফল বাংলা। বিশেষত আলু ও পেঁয়াজের দাম এখনও অপরিবর্তিত রয়েছে বাজারে, এই পরিস্থিতিতে সুফল বাংলা প্রকল্প কতটা হাসি ফোটাচ্ছে সাধারণ মানুষের মুখে? তাই আমরা জেনে নিলাম বেশ কয়েকজন বাজার করতে আসা ক্রেতাদের জিজ্ঞাসা করে। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।