৪২ পূর্ণ করলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। মাল্টি ট্যালেন্টড বলতে যা বোঝায়, তিনি এক্কেবারে তাই। বলিউড কাঁপিয়ে তিনি যখন হঠাত্ করেই হলিউডে পাড়ি দেন, অনেকেই নাক সিঁটকে বলেছিলেন হলিউডে গিয়ে হাবুডুবু খাবে। কিন্তু প্রিয়াঙ্কা অন্য ধাতুতে গড়া, তাঁর মনের জোর টলানো অত সহজ নয়। কিছুদিনের মধ্যেই অ্যাটলান্টিকে সুনামি এনে হলিউডে জাঁকিয়ে বসলেন। শুধু কি তাই সারা দুনিয়ার হার্টথ্রব নিক জোনাসের সঙ্গে সাত পাকেও ঘুরে ফেললেন। সব সময়ই নিজেকে একটু অন্যভাবে এক্সপ্লোর করতে ভালোবাসেন প্রিয়াঙ্কা। আর তাই তো অভিনয়, গান, মডেলিংয়ের পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া একজন সফল ব্যবসায়ীও বটে। আচ্ছা একা প্রিয়াঙ্কা চোপড়ার নেট ওয়র্থ কত বলতে পারেন? বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী তাঁর নেট ওয়র্থ ৭০ মিলিয়ন মার্কিন ডলার। আর নিক জোনাসের সঙ্গে মিলে গেলে অর্থের পরিমাণ গিয়ে দাঁড়াবে প্রায় ১৫০ মিলিয়ন মার্কিন ডলার! Anomaly নামে তাঁর বিউটি ব্র্যান্ড রয়েছে। আরও বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version