ধর্মতলার হাইভোল্টেজ সভায় রবিবার উপস্থিত থাকবেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। ইন্ডিয়া জোটের অন্যতম এই শরিক দলের প্রধানকে স্বাগত জানাতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই সমস্ত প্রস্তুতির হালহকিকত সরেজমিনে খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাবেশের আয়োজকদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। পেন, চিরকুট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখে দেন তৃণমূল সুপ্রিমো।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘২১ জুলাই এবং বিভিন্ন গণ আন্দোলনে যারা শহিদ হয়েছিলেন তাঁদের স্মরণ করার জন্যই এই সমাবেশ। মা-মাটি-মানুষ দিবস হিসেবে পালন করার জন্য এই দিনটিকেই আমরা বেছে নিই। দূর দূর থেকে হেঁটে এই সমাবেশে যোগ দিতে আসেন কর্মী-সমর্থকরা। শান্তিপূর্ণভাবে, মাথা ঠান্ডা রেখে এই সমাবেশে যোগ দেবেন। বাসের চালক যেন গাড়ি ধীরে চালান। যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সেদিকে পুলিশকে নজর রাখতে অনুরোধ জানাচ্ছি। ট্রেন যাতে বাতিল বা বন্ধ না হয় তার জন্য আমরা ১৫ দিন আগেই অনুরোধ করেছিলাম। কেউ যেন সমাবেশে যোগ দেওয়ার জন্য কোনও ঝুঁকি না নেন।’
পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘আবহাওয়া ঠিক থাকলে অখিলেশ আসবে। আমি ওঁকে অনুরোধ জানিয়েছি। এটা কেবল রাজনৈতিক সমাবেশ নয়, বাংলার অস্তিত্ব রক্ষার সভা। নির্বাচনে আমাদের সমর্থন করার জন্য বাংলার মা-মাটি-মানুষ সহ দেশের সকল নাগরিককে প্রণাম জানাচ্ছি, বাকি বক্তব্য কাল জানাব।’