রাত পোহালেই ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ। প্রতি বছরের মতো এবারও চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি পরিদর্শনে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় ৬টা নাগাদ তিনি পৌঁছন ধর্মতলায়। বেন্টিঙ্ক স্ট্রিটের দিকে মূল মঞ্চের পিছনে ভিভিআইপি এন্ট্রি পয়েন্ট ঘুরে দেখেন তিনি। সভামঞ্চ সংলগ্ন আসনে নিজে বসে প্রস্তুতির সমস্ত খুঁটিনাটি সম্পর্কে তথ্য গ্রহণ করেন। তাঁর সঙ্গে এদিন দেখা যায় মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র, দেবাশিস কুমার, সাংসদ সায়নী ঘোষ, মালা রায়, সুব্রত বক্সীকে।২১ জুলাইয়ের মঞ্চে চমক, উপস্থিত থাকবেন অখিলেশ যাদব

ধর্মতলার হাইভোল্টেজ সভায় রবিবার উপস্থিত থাকবেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। ইন্ডিয়া জোটের অন্যতম এই শরিক দলের প্রধানকে স্বাগত জানাতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই সমস্ত প্রস্তুতির হালহকিকত সরেজমিনে খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাবেশের আয়োজকদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। পেন, চিরকুট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখে দেন তৃণমূল সুপ্রিমো।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘২১ জুলাই এবং বিভিন্ন গণ আন্দোলনে যারা শহিদ হয়েছিলেন তাঁদের স্মরণ করার জন্যই এই সমাবেশ। মা-মাটি-মানুষ দিবস হিসেবে পালন করার জন্য এই দিনটিকেই আমরা বেছে নিই। দূর দূর থেকে হেঁটে এই সমাবেশে যোগ দিতে আসেন কর্মী-সমর্থকরা। শান্তিপূর্ণভাবে, মাথা ঠান্ডা রেখে এই সমাবেশে যোগ দেবেন। বাসের চালক যেন গাড়ি ধীরে চালান। যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সেদিকে পুলিশকে নজর রাখতে অনুরোধ জানাচ্ছি। ট্রেন যাতে বাতিল বা বন্ধ না হয় তার জন্য আমরা ১৫ দিন আগেই অনুরোধ করেছিলাম। কেউ যেন সমাবেশে যোগ দেওয়ার জন্য কোনও ঝুঁকি না নেন।’

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘আবহাওয়া ঠিক থাকলে অখিলেশ আসবে। আমি ওঁকে অনুরোধ জানিয়েছি। এটা কেবল রাজনৈতিক সমাবেশ নয়, বাংলার অস্তিত্ব রক্ষার সভা। নির্বাচনে আমাদের সমর্থন করার জন্য বাংলার মা-মাটি-মানুষ সহ দেশের সকল নাগরিককে প্রণাম জানাচ্ছি, বাকি বক্তব্য কাল জানাব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version