অরূপ বসাক: ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে কলকাতায় এসেছিলেন প্রথমবার। সঙ্গে ছিল না মোবাইলও! নিখোঁজ এক প্রবীণ তৃণমূল সমর্থক। উদ্বেগে পরিবারের লোকেরা।
আরও পড়ুন: Malda: গরমে ঠান্ডা হতে…? আইসক্রিম ফ্রিজার থেকে উদ্ধার উলঙ্গ দেহ!
জানা দিয়েছে, নিখোঁজ ওই তৃণমূল সমর্থকের নাম রফিকুল ইসলাম। বাড়ি, জলপাইগুড়ির মাল ব্লকের দক্ষিণ ওদলাবাড়ির শান্তি কলোনিতে। গতকাল, রবিবার তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ ছিল ধর্মতলায়। পরিবারের লোকের জানিয়েছেন, ১৯ জুলাই ওদলবাড়ি থেকে আরও অনেকের সঙ্গে বাসে চেপে কলকাতায় রওনা হন রফিকুল। কিন্তু সমাবেশে শেষ হওয়ার পর আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁকে। ওদলাবাড়ি যাঁরা গিয়েছিলেন, তাঁরা ফোনে বাড়িতে খবর দিয়েছেন।
কলকাতা থেকে এখনও ফেরেননি ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাছিরুল হক। তিনি বলেন, ‘রবিবার বিকেলে সমাবেশের প্রায় শেষ লগ্নে প্রচণ্ড বৃষ্টির মাঝে ধর্মতলার বাসস্ট্যান্ডে আমরা সবাই অপেক্ষা করছিলাম। তিনিও সেখানে ছিলেন।হঠাৎ করে কোথায় যে চলে গেলেন বুঝতে পারছি না’। জানান, ‘অনেক খোঁজাখুজি করেও কোনও সন্ধান না পেয়ে সোমবার সকালে কলকাতার ময়দান থানায় যোগাযোগ করেছি। নিখোঁজ রফিকুল ইসলামের ছবি সহ যাবতীয় তথ্য ময়দান থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে’।
এদিকে স্বামী চিন্তায় দু’চোখের এক করতে পারছেন না রফিকুলের স্ত্রী তনজিনা খাতুন। সারাক্ষণ কেঁদেই চলেছেন তিনি। রফিকুলের খোঁজে কলকাতায় গিয়েছেন গ্রাম পঞ্চায়েত সদস্য মহম্মদ আলাউদ্দিন-সহ আরও তিনজন। চিন্তিত তৃনমূলের জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক তমাল ঘোষ, ওদলাবাড়ি অঞ্চল কমিটির সভাপতি সুকান্ত চৌধুরী প্রমুখ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)