অচলাবস্থা কাটছেই না টলিপাড়ায়। পরিচালক রাহুল মুখোপাধ্যায়-ফেডারেশন দ্বন্দ্বে এবারে কর্মবিরতির ডাক দিল পরিচালকেরা। রবিবারই এই মর্মে একটি বিবৃতি প্রকাশ করা হয় সামাজিক মাধ্যমে ৷ ‘ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া’র তরফে বিবৃতি মেনে আজ সোমবার সকাল থেকেই কার্যত শুনশান টলিপাড়া। শ্যুটিং ফ্লোরে দেখা নেই পরিচালক থেকে অভিনেতাদের৷ গতকাল পরিচালকরা জানিয়েছিলেন, সোমবার সকাল থেকে তাঁরা শুটিং করবেন না। সিনেমার পাশাপশি সিরিয়ালের পরিচালকরাও তাতে সম্মতি জানান। সেইমতন আজ ২৯ জুলাই সকাল থেকেই স্টুডিয়োপাড়া শুনশান। বিস্তারিত জানুন এই ভিডিয়োতে।