ঠিক সময়ে ডাকাত দল বাড়িতে ঢুকবে। প্রত্যেকেরই মুখে কাপড় বাঁধা থাকবে। পরিবারের সদস্যদের ধারালো অস্ত্র দেখিয়ে চলবে লুঠপাট। প্রয়োজনে বাড়ির সদস্যদের বেঁধে রেখে ডাকাতি করে পালাবে দুষ্কৃতী দল। পরিকল্পনা ছিল নিখুঁত। তবে, শেষরক্ষা হল না। ক্যানিংয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ওই পরিবারেরই সদস্যরা। তদন্তে নেমে হতবাক পুলিশও। ওই পরিবারের এক মহিলা, তার মেয়ে এবং এক সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে।সোমবার সন্ধ্যায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। ক্যানিং থানার দীঘিরপাড় গ্রামের বিমল প্রামাণিক নামে এক ব্যক্তির বাড়িতে চড়াও হয় তিন সদস্যের ডাকাত দল। হেলমেট পড়ে মুখে কালো কাপড় বেঁধে বাড়িতে ঢুকে এক তরুণীকে হাত পা মুখ বেঁধে রেখে লুঠপাট চালায় তারা। ঘরের আলমারি ভেঙে নগদ দশ লক্ষ টাকা সহ সোনার গয়না, মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় তারা। প্রতিবেশীরা গোঙানির শব্দ শুনে সেখানে এসে উদ্ধার করে রাখি প্রামাণিক নামে ওই তরুণীকে। এরপর তাঁর পরিবারের বাকি সদস্যদের খবর দেওয়া হয়। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ও ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।

তবে, ওই তরুণী, তার মা এবং আরও এক সঙ্গী মিলেই যে পুরো ডাকাতির পরিকল্পনা করেছিল, সেটা তখনও ধরতে পারেনি পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে সোমবার সন্ধ্যায় রাখি ঘরের সামনে বসেছিলেন। বাড়িতে সেই সময় অন্য কেউই ছিল না। আচমকা তিন যুবক তাঁদের বাড়িতে ঢুকে পড়ে। সকলের মাথায় হেলমেট ছিল। গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে হাত, পা, মুখ বেঁধে ফেলে তারা। এরপর লুঠপাট চালাতে থাকে।

তবে, ঘটনার তদন্ত যত এগোতে থাকে, ততই পরিবারের সদস্যদের বিরুদ্ধে সন্দেহ দানা বাঁধে পুলিশের। পরিবারের সদস্যদেরই জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এরপরেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের হাতে। নিজেদের বাড়িতেই ডাকাতির ছক কষে ধৃত তরুণী রাখি প্রামাণিক, তার মা সারথী প্রামাণিক ও মায়ের বন্ধু বাপি মোল্লা।

Dacoity : মালদায় সমবায় ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতি, গুলিবিদ্ধ ক্যাশিয়ার
ইতিমধ্যেই উদ্ধার হয়েছে প্রায় দশ লক্ষ টাকা, ড্রিল মেশিন, ধারালো অস্ত্র, হাতুড়ি, দড়ি, গামছা, ওড়না একটি মোবাইল ফোন। ভাঙড়ের মাছ বাজার এলাকা থেকে একজনকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ। মঙ্গলবার তাদের আলিপুর আদালতে তোলা হবে। সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই পরিবারের সদস্য তরুণীর কাকা বিমল প্রামাণিকের জমানো টাকা আত্মসাৎ করার জন্যই নিজেদের বাড়িতে ডাকাতির ছক কষেছিল রাখি ও তার মা। SDPO ক্যানিং রাম মণ্ডল বলেন, ‘গতকাল একটা ডাকাতির গল্প ফেঁদে প্রায় দশ লক্ষ টাকা ও নানা জিনিস লুঠ হয়েছিল। তদন্তে নেমে লুঠ হওয়া টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মোট তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এদেরকে পুলিশ হেফাজতে নিয়ে আরও তদন্ত করা হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version