Mamata Banerjee On Bangladesh : ‘আশা করি, শান্তি ফিরবে’, বাংলাদেশের নতুন সরকারকে কী বার্তা মমতার? – mamata banerjee message to new interim government of bangladesh


হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তিকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। নতুন সরকারে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের নব গঠিত সরকারকে অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে যাঁরা কার্যভার গ্রহণ করেছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে।’ তাঁর কথায়, ‘বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরও ভালো হোক – এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল।’

শেষ এক সপ্তাহ ধরে চূড়ান্ত অচলাবস্থা দেখা গিয়েছে বাংলাদেশে। কোটা বিরোধী আন্দোলনের চাপে অবশেষে পদত্যাগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিংসা, ভাঙচুরের ঘটনা দেখা গিয়েছে। পররাষ্ট্র নীতি সম্পর্কে কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত গ্রহণ করবে, সে ব্যাপারে ‘সম্মতি’ থাকবে বলে আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


স্থিতিশীল হওয়ার পথে বাংলাদেশ। দলমত নির্বিশেষে বাংলাদেশে শান্তিরক্ষার ডাক দিয়েছেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। প্রতিবেশী রাষ্ট্রের শান্তি কামনা করেন মমতা বলেন, ‘আশা করি, খুব শীঘ্রই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো থাকব।’

অশান্ত বাংলাদেশ, সিএএ নিয়ে অস্ত্রে শান বিজেপির, কটাক্ষ তৃণমূলের
বাংলাদেশের বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টায় শপথগ্রহণ হয়। বাংলাদেশের সামরিক এবং বেসামরিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের উপস্থিতিতে শপথ বাক্য পথ করেন ইউনূস। শপথ গ্রহণ অনুষ্ঠানে আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। অরাজকতা এবং ভীতি কাটিয়ে বাংলাদেশকে আবার শান্ত করার ডাক দিয়েছেন মুহাম্মদ ইউনূস। শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। নতুন সরকারের সঙ্গে দেশের এবং রাজ্যের কী রকম সম্পর্ক হবে, সেটা সময় বলবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version