চিকিৎসকের খুন ও ধর্ষণ কাণ্ডে অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন আরজি করের চিকিৎসক পড়ুয়ারা। দাবি করেছিলেন তাঁর পদত্যাগপত্র। সোমবার সকালে অধ্যক্ষের পদ থেকে চিকিৎসক সন্দীপ ঘোষ ইস্তফা দেওয়ার পরই তাঁকে বিকেলেই ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বহাল করে স্বাস্থ্য দফতর। এরপরই প্রতিবাদে সরব হন ন্যাশনাল মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা। চিকিৎসক সন্দীপ ঘোষকে কোনওভাবেই ক্যাম্পাসের মধ্যে ঢুকতে দেওয়া হবে না বলে দাবি জানিয়ে অবস্থানে বসেন পড়ুয়ারা। ‘ন্যাশনাল মেডিক্যাল কোনও ডাম্প ইয়ার্ড নয়, আরজি করের আবর্জনা এখানে ফেলা যাবে না।’ এমনই স্লোগানে উত্তাল ন্যাশনাল মেডিক্যাল চত্বর। পড়ুয়াদের সঙ্গে কথা বলতে এদিন সকালে সেখানে পৌঁছন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা ও রাজ্যের মন্ত্রী জাভেদ খান। তাঁরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার ছেষ্টা করেও লাভ হয়নি। তাদের ফিরিয়ে দেন পড়ুয়ারা। লাগাতার চলতে থাকে গো ব্যাক স্লোগান। আসুন বিস্তারিত জেনে নিন এই ভিডিয়োতে।