দেশজুড়ে আজ পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। ১৫ অগস্ট সকাল থেকেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় পতাকা উত্তোলনের ছবি ধরা পড়েছে। এবার বর্ধমানে এক অভিনব ছবি। পূর্ব বর্ধমানের ঐতিহ্যবাহী কার্জন গেটের সামনে ৫৫ ফুট উচ্চতায় উত্তোলন করা হল ১০৬৬ স্কয়ার ফুটের জাতীয় পতাকা। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য এই পতাকা পাঠানো হবে বলে জানা গিয়েছে। বিস্তারিত রইল ভিডিয়োতে।