আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে বুধবার রাতে মেয়েদের রাত দখল কর্মসূচী ছিল। আর ঠিক সেই সময়েই আরজি কর মেডিক্য়াল কলেজেই দুষ্কৃতী তাণ্ডব ঘটে। সবমিলিয়ে এই মুহূর্তে টালমাটাল পরিস্থিতি। বিপুল সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার মধ্যরাতে আরজি কর হাসপাতালে হামলার পর এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন নার্স থেকে চিকিৎসকরা। স্বাধীনতা দিবসে বারবার ফিরে আসছে একটাই প্রশ্ন, সত্যিই কি মহিলারা স্বাধীন? এই আবহে এবার নারী স্বাধীনতা নিয়ে মুখ খুললেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।