শুক্রবারের পর শনিবারেও সিবিআই নজরে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এদিন সকালে দশটা নাগাদ অ্যাপ ক্যাব চেপে সিজিও-তে পৌঁছন তিনি। সবাইকে এড়িয়ে পিছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে যান তিনি। কিন্তু সেসময়ই সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়েন সন্দীপ ঘোষ। তাঁকে সিবিআই গ্রেফতার করছে কীনা সেই নিয়ে জবাবে মুখ খুললেন সন্দীপ। সিবিআই সূত্রে খবর, শুক্রবার তলবের পরও হাজিরা না দেওয়ায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রাস্তা থেকে তুলে নিয়ে আসেন আধিকারিকরা। শুক্রবার বিকেল তিনটের পর সন্দীপকে সিজিআই কমপ্লেক্সে নিয়ে আসে সিবিআই। গভীর রাত পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। চেস্ট মেডিসিনের তরুণী চিকিৎসকের মৃত্যু নিয়েই চলে জিজ্ঞাসাবাদ। সেদিন ঠিক কী কী হয়েছিল? কারা কারা উপস্থিত ছিলেন ঘটনার সময় হাসপাতালে সে নিয়ে তথ্য চাইছে সিবিআই বলে খবর।