‘নবান্ন অভিযান’-এর দিন ৪ জন ‘নিখোঁজ’, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও পশ্চিমবঙ্গ পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ‘শান্তিরক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য গ্রেপ্তার করা হয়েছে ওই ৪ জনকে।’ এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার দাবি করেছেন, বিজেপি ‘রাজনৈতিক অপপ্রচার’ করেছে। অন্যদিকে, ওই ৪ জনের পরিবার দ্বারস্থ হয়েছে কলকাতা হাইকোর্টের।

ঠিক কী অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী?

‘পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ’ মঙ্গলবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে হত্যা ও ধর্ষণের প্রতিবাদে ‘নবান্ন অভিযান’-এর ডাক দিয়েছে। কোনও সংগঠন নয়, সমাজের প্রতিনিধি হিসেবে তারা এই অভিযান করছে বলে দাবি করা হয়েছে তাদের পক্ষ থেকে। মঙ্গলবার কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নবান্ন চত্ত্বর এবং গোটা শহরকে।কিন্তু, এ দিন রাজ্যের বিরোধী দলনেতা এক্স হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘ছাত্রদের উদ্যোগে অংশ নেওয়া ৪ ভলান্টিয়ার যাঁরা হাওড়া স্টেশনে নেমেছিল, তাঁরা হঠাৎ করেই নিখোঁজ। সোমবার মধ্যরাতের পর নিখোঁজ হয়েছেন- শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি, প্রীতম সরকার। তাঁদের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। ফোনও তুলছেন না তাঁরা। আমরা অনুমান করছি তাঁদের গ্রেপ্তার/আটক করা হয়েছে। যদি তাঁদের কিছু হয় দায়ী থাকবে পুলিশ।’

রাজনৈতিক কারণে অপপ্রচার চালাচ্ছেন শুভেন্দু অধিকারী

জয়প্রকাশ মজুমদার, তৃণমূলের মুখপাত্র

কী জানাচ্ছে পুলিশ?

শুভেন্দু অধিকারীর এই পোস্টের পর রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে যায়। রাজ্য পুলিশ সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কিত একটি পোস্ট করে। সেখানে বলা হয়, ‘নবান্ন অভিযানে ‘লাশ ফেলে দেওয়ার ছক’, গ্রেফতার ৪’।

পুলিশের অভিযোগ, ‘গত রাত থেকে চারজন পড়ুয়া নিখোঁজ, এই মর্মে এক রাজনৈতিক নেতা টুইট করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন। সত্যিটা হল, কেউ নিখোঁজ নন। ওই চারজন আজকের নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করছিলেন বলে আমাদের কাছে নির্দিষ্ট এবং অকাট্য তথ্যপ্রমাণ রয়েছে। খুন এবং খুনের চেষ্টার চক্রান্ত করছিলেন ওঁরা। শান্তিরক্ষার স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওঁদের গ্রেফতার করা হয়েছে দের পরিবারের সদস্যদের তা জানিয়েও দেওযা হয়েছে।’

আদালতে পরিবার

ওই চার ছাত্রের পরিবার ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েছে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছে তারা। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। বুধবার মামলার শুনানির সম্ভাবনা।

শুভেন্দু অধিকারীকে তোপ তৃণমূলের

‘রাজনৈতিক কারণে অপপ্রচার চালাচ্ছেন শুভেন্দু অধিকারী’, এই গোটা ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই ভাষাতে তোপ দেগেছেন তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, ‘রাজনৈতিক কারণে এই সমস্ত অপপ্রচার করছেন শুভেন্দু অধিকারী।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version