আজ মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই দিনটিকে আরজি কর হাসপাতালের মৃত তরুণী চিকিৎসককে উৎসর্গ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে তৃণমূল ছাত্র পরিষদের নেতা—কর্মীদের জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাক অভিষেক বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী পোস্টে লিখেছেন, ‘তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে আমি উৎসর্গ করছি সেই বোনকে যাঁকে কয়েক দিন আগে আরজি কর হাসপাতালে মর্মান্তিক ভাবে হারিয়ে আমরা শোকাহত।’ সমাজ মাধ্যমে করা পোস্টে তৃণমূল নেত্রী আরও জানিয়েছেন, আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। মৃত তরুণীর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মমতা ঘটনার দ্রুততম বিচার দাবি করেছেন।

দেশের সব বয়সী মহিলা যাঁরা আমানবিক নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের সকলের জন্য দুঃপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর মতে, দেশের ছাত্রছাত্রী, যুবক-যুবতীদের বড় ধরনের সামাজিক ভূমিকা রয়েছে। সমাজকে নতুন দিনের স্বপ্ন উপহার দেওয়া ছাত্র সমাজের কাজ।

Abhishek Banerjee: ধর্ষণ মামলায় ৫০ দিনের মধ্যে বিচার ও শাস্তি চান অভিষেক

দেশের ছাত্রছাত্রীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন। উজ্জ্বল ভবিষ্যতের সংকল্পে নিয়োজিত থাকুন।’ আরজি কর কাণ্ডের পরেই দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস মুখ্যমন্ত্রী আরজি কর হাসপাতালের মৃত তরুণী চিকিৎসককে উৎসর্গ করলেও সমাজ মাধ্যমে করা পোস্টে আরজি কর প্রসঙ্গ উল্লেখ করেননি অভিষেক। মেয়ো রোডের সভা থেকে আরজি কর কাণ্ড নিয়ে তৃণমূল সেনাপতি আলাদা কোনও বার্তা দেন কি না, সেই দিকেই নজর সকলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version