এই সময়: অনেক গান্ধীগিরি হয়েছে, এ বার দলকে ফোঁস করতে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে নবান্ন অভিযানে পুলিশ আক্রান্ত হয়েছে। কলকাতা ও হাওড়ার একাধিক জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ, অবরোধ হয়েছে।মঙ্গলবারের এই অশান্তির রেশ কাটার আগেই বুধবার বিজেপির বাংলা বন্‌ধে রাজ্যের একাধিক জায়গায় অশান্তি হয়েছে। গুলি, অবরোধ, ভাঙচুর হয়েছে। রাজ্যের পুলিশ-প্রশাসন পরপর দু’দিন এই অশান্তির মোকাবিলা করেছে। এই আবহে প্রশাসনিক ভাবে গেরুয়া শিবিরের আগ্রাসী আন্দোলনকে মোকাবিলা করার পাশাপাশি দলকেও রাজনৈতিক ভাবে বিরোধীপক্ষের মোকাবিলা করার নির্দেশ দিলেন মমতা।

আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নাগরিক আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে। এর মাঝেই বিজেপি, সিপিএম, কংগ্রেস-সহ রাজনৈতিক দলগুলিও জোড়াফুলকে কোণঠাসা করতে ময়দানে নেমেছে। এই ঘটনায় তৃণমূল রাস্তায় নামলেও তাদের পুরোনো সেই দাপুটে চেহারা সে ভাবে দেখা যায়নি। এই পরিস্থিতিতে দলকে ফ্রন্টফুটে যাওয়ার নির্দেশ দিলেন মমতা।

মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় মমতা বলেন, ‘আমাকে অনেক গালাগাল দিয়েছে, অসম্মান করেছে। বলেছিলাম বদলা নয়, বদল চাই। কিন্তু আজ বলছি যেটা করার দরকার, সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না। যে আপনাকে রোজ কামড়াচ্ছে, তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারতে পারেন।’

এই প্রসঙ্গে ঠাকুর রামকৃষ্ণের একটি গল্প শুনিয়ে মমতা বলেন, ‘আগামী দিনে আপনাদের কাজ হচ্ছে, চক্রান্তকারীদের মুখোশ খুলে দিন। ফোঁস করতে শিখুন। ফোঁস শিখুন। ফাঁস করে দিন।’ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে নবান্ন অভিযানে, বিজেপির ডাকা বাংলা বন্‌ধ ঘিরে যে অশান্তি হয়েছে তার নেপথ্যে গেরুয়া শিবিরের দিল্লির নেতাদের ইন্ধন রয়েছে বলে তৃণমূল নেতৃত্বের পর্যবেক্ষণ।

পশ্চিমবঙ্গে অশান্তির বাতাবরণ তৈরি করতে এটা পরিকল্পিত ভাবে করা হয়েছে বলে মমতা মনে করছেন। বাংলাদেশে যে ভাবে হাসিনা সরকার বিরোধী আন্দোলন হয়েছে, সেই ছক পশ্চিমবঙ্গেও অনুসরণ করার চেষ্টা হচ্ছে বলে তৃণমূলের দাবি। এই কারণেই মমতা এ দিন সটান বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উদ্দেশে বলেন, ‘কেউ কেউ মনে করছে এটা বাংলাদেশ। মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন? মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান তা অসমে থেমে থাকবে না, উত্তর-পূর্বে থেমে থাকবে না। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, ওডিশা, দিল্লিতে থেমে থাকবে না। আপনার চেয়ার আমরা টলোমলো করে দেবো। চেয়ার দখলের লড়াই হচ্ছে? ক্ষমতা থাকলে ভোটে যাও, গুলি নয়, ডেডবডি নয়, লাশ নয়।’

বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে ‘ধর্ষকের ফাঁসি চাই’ বিল পাশ করাব: মমতা

মমতার এই হুঁশিয়ারিকে হাতিয়ার করেই এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি করতে চাইছে বলে অভিযোগ করে অমিত শাহ-র হস্তক্ষেপ চেয়েছেন সুকান্ত। মঙ্গল ও বুধবার রাজ্যে যারা অশান্তি বাধিয়েছে, তাদের খুঁজে বের করা হচ্ছে, জানিয়েছেন মমতা।

তাঁর কথায়, ‘বাইরে থেকে যাঁরা এখানে এসে থাকছেন, বিজেপির সঙ্গে মিলে পুলিশকে পেটালেন, আপনার গায়ে হাত দিতে পারে। আমি কাউকে গায় হাত দিতে বলব না। এখন-ও সহ্য করছি, ধৈর্য্য ধরছি। কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কী করতে পারি তা আপনারা কেউ জানেন না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version