সিউড়ি- ১ নম্বর ব্লকের কাঁখুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে স্মার্ট ক্লাসরুম চালু হল। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা ২৬০ জন। ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে চালু করা হল স্মার্ট ক্লাস। সমস্ত ক্ষুদে ছাত্রছাত্রীরা প্রতিবছর শিক্ষক দিবস এলে শিক্ষক শিক্ষিকাদের দিয়ে থাকে চকোলেট বা পেনের মতো উপহার । কিন্তু এ বছরের শিক্ষক দিবসে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে নিজেদের বেতনের টাকা থেকেই ছাত্র-ছাত্রীদের অভিনব উপহার দিলেন শিক্ষক শিক্ষিকারা ( Suri News)। প্রতিটি ক্লাসে লাগালেন স্মার্ট টিভি , ছাত্রছাত্রীদের ওপর নজর দাড়ির জন্য সিসিটিভি ক্যামেরা ও সেন্ট্রাল সিস্টেমের সিস্টেমের মতো ডিভাইস । যার ফলে সাধারণ ক্লাসরুম পরিণত হলো স্মার্ট ক্লাসে। কী জানাচ্ছেন শিক্ষকরা? বিস্তারিত জানুন এই ভিডিয়োতে।