সমবায় ব্যাঙ্কে কয়েক কোটি টাকা তছরুপের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল কয়েকশো গ্রাহক। শনিবার বিক্ষোভ মহিষাদল ব্লকের কেশবপুর রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি-র কার্যালয়ে। তৃণমূল কংগ্রেস পরিচালিত সমবায়ে কোটি কোটি টাকা তছরুপ হয়েছে বলে গ্রাহকদের অভিযোগ। এও অভিযোগ, সমবায় কর্তৃপক্ষ কোন আইনি পদক্ষেপ করেননি। এ দিনের বিক্ষোভে নেতৃত্ব দেয় বিজেপি।মহিষাদলের কেশবপুর রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি ১৯২৩ সালে স্থাপিত হয়। গ্রাহকের সংখ্যা ৬ হাজার এবং শেয়ার হোল্ডার ২ হাজার ৫০০। টার্ন ওভার ২৭ কোটি টাকা। গত ৫ বছর ধরে এই সমবায় সমিতি শাসকদল তৃণমূল পরিচালনা করত। ১০০ বছরের পুরনো এই সমবায়ের তছরুপের ঘটনা প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু হয়েছে।।

বিক্ষোভকারীদের অভিযোগ, সমবায়ে প্রায় তিন কোটি টাকার তছরুপ হয়েছে। কর্তৃপক্ষ হিসাব দেন না। তাই বাধ্য হয়ে তাঁরা বিক্ষোভে সামিল হন।
সমবায়ের ম্যানেজার অমলবরণ সামন্ত তছরুপের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানান, সমবায়ে কিছু টাকা তছরুপ হয়েছে। অডিট হলে জানীা যাবে ঠিক কত টাকা তছরুপ হয়েছে।

Trinamool Congres: হলদিয়ায় সমবায় নির্বাচনে উড়ল সবুজ আবির, দাঁড়াতেই পারল না বিরোধীরা

বিজেপি পরিচালিত ইটামগরা-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাস জানান, খেটে খাওয়া সাধারণ মানুষের কষ্টের উপার্জন করা টাকা এইভাবে তছরুপ হবে তা মেনে নেওয়া যায় না। পঞ্চায়েত প্রধান হিসাবে প্রশাসনের সব স্তরে অভিযোগ জানাবো।

মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানান, সাধারণ মানুষের টাকা যারা তছরুপ করেছে তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তছরুপের অভিযোগ সমবায় দপ্তরে জানানো হয়েছে বলে দাবি বিধায়কের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version