জুনিয়র ডাক্তারদের দাবি মেনে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ ডিসি নর্থ, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে বদলি করা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। চিকিৎসকদের অধিকাংশ দাবি মেনে নিয়ে তাঁদের কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন করেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা প্লিজ় কাজে ফিরুন। আমরা আপনাদের তিনটে দাবি মেনে নিয়েছি। দায়বদ্ধতা দুই পক্ষেরই থাকে। অনেক মানুষ মারা যাচ্ছেন। মানুষের কাছে ডাক্তার ভগবান। তাই আপনারা কাজে ফিরুন।’

মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দেন, ডাক্তারদের দাবি মেনে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হচ্ছে বিনীত গোয়েলকে। মঙ্গলবার বিকেলে নতুন সিপি-কে নিয়োগ করা হবে। পাশাপাশি ডিসি নর্থ অভিষেক গুপ্তা, স্বাস্থ্য অধিকর্তা চিকিৎসক দেবাশিস হালদার, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা চিকিৎসক কৌস্তভ নায়েককে বদল করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা কাউকে অশ্রদ্ধা, অসম্মান করিনি। কিন্তু ওঁদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে, বলেছে ওঁদের উপর আস্থা নেই, তাই আমরা সরানোর সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি এও জানান, মঙ্গলবার বিকেল ৪টের পর কলকাতা পুলিশের কমিশনার বদল করা হবে। যতক্ষণ না আদালতে মামলার শুনানি হচ্ছে, ততক্ষণ এই রদবদল হবে না। এছাড়াও পুলিশে আরও কিছু রদবদল হবে।

অন্যদিকে জুনিয়র ডাক্তাররা এদিন জানান, কর্মবিরতি উঠছে না, যতক্ষণ না প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং সরকারি অর্ডার হবে। চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, ‘আমাদের দাবি কেন ন্যায়সঙ্গত, সেটা মুখ্যমন্ত্রীকে পরিষ্কার জানানো হয়। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা যদি বাস্তবায়িত হয়, তাহলে বলতে পারি আলোচনা কিছুটা সদর্থক।’ জুনিয়র ডাক্তাররা জানান, রাজ্যের স্বাস্থ্যসচিব এবং ডিসি সেন্ট্রালকে বদলি করার ব্যাপারে কোনও আশ্বাস দেওয়া হয়নি।

প্রথম বিশ্বযুদ্ধে কলকাতায় ডাক্তারদের প্রথম কর্মবিরতি, ১০৯ বছর আগে
রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে একটি ‘টাস্ক ফোর্স’ গঠন করার নির্দেশ দিয়েছেন।। এ বিষয়ে জুনিয়র ডাক্তাররা বলেন, ‘আমরা এই বিষয় আরও আলোচনা করতে রাজি আছি। তবে আমাদের বাকি সিদ্ধান্ত ধর্না মঞ্চে আলোচনা করে নেবো।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version