স্বাস্থ্যসচিবের আশ্বাসেও বরফ গলেনি। কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত সাগর দত্ত মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের। হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার সঠিক ব্যবস্থা করা না হলে কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তাঁরা।সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতি তুলতে প্রশাসনের পক্ষ থেকে সব রকমের আশ্বাস দেওয়া হলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশ্বস্ত হলেন না চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মীরা। শনিবার স্বাস্থ্যসচিবের উপস্থিতিতেই ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ডাক্তারদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন। এদিন থেকেই পুলিশি প্রহরা বাড়ানো হবে বলেও জানানো হয়। পাশাপাশি, জানানো হয় অতিরিক্ত প্রায় 300টি সিসিটিভি ক্যামেরা শীঘ্রই বসানো হবে হাসপাতালে নানা গুরুত্বপূর্ণ স্থানে।

তবে, জুনিয়র ডাক্তারদের দাবি, ‘স্বাস্থ্যসচিব আমাদের কেবল মৌখিক প্রতিশ্রুতিই দিলেন। সিসিটিভি বসানো-সহ আরও বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু এই প্রতিশ্রুতিগুলি আমরা গত এক মাস ধরে শুনে এসেছি। আমরা আর প্রতিশ্রুতিতে ভুলব না। যতক্ষণ না নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, আমাদের আন্দোলন চলবে।’ দশ দফা দাবিতে কর্মবিরতি চালিয়ে যাওয়া হবে বলেই জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

Nirmal Ghosh On RG Kar Case: ‘সন্দীপ ঘোষের সঙ্গে বৈঠক করেছিলেন?’ প্রশ্নের জবাবে যা বললেন নির্মল

শনিবার দফায় দফায় চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যসচিব, জেলাশাসক-সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। তাঁদের জানানো হয়, আগামীকাল থেকেই সিসিটিভি বসানোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হবে, যা সাত দিনের মধ্যেই দেখতে পারবেন হাসপাতালের কর্মীরা। তবে এই আশ্বাস মেনে নেননি অবস্থানরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

বাড়িতে বেআইনি নির্মাণের নালিশও সন্দীপের বিরুদ্ধে
অপরদিকে, যে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কাল উত্তপ্ত হয়ে উঠেছিল সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল সেই মৃত রোগীর পরিবারের তরফ থেকেও হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখানো হয় শনিবার। তাঁদের বিক্ষোভকে কেন্দ্র করে ফের নতুন করে উত্তেজনা তৈরি হয় হাসপাতাল চত্বরে। যদিও, কিছুক্ষণের মধ্যেই পরিবারের লোকজনকেটি। তবে, হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার ফলে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগী ও রোগীর পরিজনদের হতে হচ্ছে চরম হয়রানির শিকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version