এই সময়: তৃণমূলের ছাত্র সংগঠনের পদ থেকে সাসপেন্ড করা হলেও নিজেদের অবস্থান থেকে সরছেন না তাঁরা। উল্টে দলের আপত্তি কার্যত উড়িয়ে প্রান্তিক চক্রবর্তী ও রাজন্যা হালদাররা শনিবার জানিয়ে দিলেন, আগামী মহালয়ার দিনই পূর্ব ঘোষণা অনুযায়ী তাঁরা ‘আগমনী’ বলে শর্ট ফিল্মটি রিলিজ় করবেন। পাশাপাশি আরও এক ধাপ এগিয়ে শহরে বড় করে স্ক্রিনিং করা হবে বলেও জানালেন তাঁরা। ফিল্মের পোস্টারটিও প্রত্যাহার করেননি। কিন্তু পোস্টারের বয়ানে একটি সংযোজন করেছেন তাঁরা। সেখানে লেখা হয়েছে, ‘প্রচারে নেই, বিচারে আছি।’আরজি করের ঘটনা নিয়ে প্রান্তিকের পরিচালনায় ‘আগমনী’ নামে শর্ট ফিল্মটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজন্যা। এই ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কেউ কেউ সমালোচনা করেন। তারপরই শুক্রবার রাতে প্রান্তিককে সংগঠনের রাজ্য সহ-সভাপতি এবং প্রান্তিকের স্ত্রী রাজন্যাকে যাদবপুর-ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ-সভাপতি পদ থেকে সাসপেন্ড করে তৃণমূল ছাত্র পরিষদ। কিন্তু প্রান্তিক-রাজন্যারা শিল্পীর স্বাধীনতার দাবিতে এ দিন ফের সোচ্চার হয়েছেন।

প্রান্তিক শনিবারও বলেন, ‘দলের সিদ্ধান্ত নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু আমার শিল্পী সত্ত্বাকেও যেন গুরুত্ব দেওয়া হয়।’ রাজন্যার প্রশ্ন, ‘শর্ট ফিল্মটি না দেখেই এই সমালোচনা কেন?’ রাজনৈতিক মহলের অনেকের দাবি, টিএমসিপির নেতাও হয়েও নাকি এই ছবিটিতে সরকারের বিপক্ষে কথা বলা হয়েছে, তাই রোষানলে পড়েছে প্রান্তিকদের সিনেমা। কিন্তু প্রান্তিক-রাজন্যারা এ দিনও দাবি করেন, ওই শর্ট ফিল্মে কোনও রাজনৈতিক বক্তব্য নেই।

আরজি কর কাণ্ড নিয়ে শর্ট ফিল্ম? তৃণমূল ছাত্র পরিষদ পদ থেকে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য মনে করেন, প্রান্তিক-রাজন্যাদের সাসপেন্ড করে দল দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। তাঁর কথায়,

‘যেহেতু তদন্তাধীন বিষয় নিয়ে এটা তৈরি হয়েছে। তাই শর্ট ফিল্ম, ফিল্ম- কোনও কিছুই দল অনুমোদন করে না। এর সঙ্গে শিল্পী স্বাধীনতার কোনও সম্পর্ক নেই। সরকারের পক্ষে নাকি বিপক্ষে এটা বলে গুলিয়ে দেওয়া হচ্ছে। এটা দেখলে বোঝা যেত পক্ষে বা বিপক্ষে বিষয়টা এমনও নয়। বাড়াবাড়ি রকম বিকৃতি করে এটা নিয়ে প্রচার করছেন। দলের সঙ্গে এমন অনেকেই জড়িত আছেন, যাঁরা কেউ লেখেন, কেউ সিনেমা করেন। তাঁরা কেউ এমন করেনি। যাঁরা করেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।’ আজ রবিবার এই শর্টফিল্মের মিউজ়িক ভিডিয়ো প্রকাশ করবেন প্রান্তিক-রাজন্যারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version