প্রসব করানোর সময় মূত্রথলি কেটে ফেলায় এক মহিলার মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে। দুর্গাপুরের শোভাপুর বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শনিবার রাত সাড়ে ১০টা থেকে বিক্ষোভ দেখাচ্ছেন মৃত প্রসূতির পরিবারের লোকজন। বেসরকারি হাসপাতালের মূল ফটক বন্ধ করে দেন রোগীর আত্মীয়রা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বড় বাহিনী। রবিবার সকালেও হাসপাতাল ও তার লাগোয়া এলাকার পরিস্থিতি থমথমে।জানা গিয়েছে, ওই প্রসূতির নাম ইসরাত জাহান(২৮)। বেনাচিতির মসজিদ মহল্লায় এলাকার বাসিন্দা তিনি। তাঁর পরিজনদের অভিযোগ, গত ২০ সেপ্টেম্বর সন্তান প্রসবের জন্য শোভাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ইসরাত জাহানকে। ২১ সেপ্টেম্বর তাঁর সিজার হয়। অভিযোগ, অস্ত্রোপচার করার সময় ইসরাতের মূত্রথলি কেটে দেন চিকিৎসকরা। সন্তান সুস্থ থাকলেও ইসরাতের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শনিবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ইসরাতের মৃত্যু হয়েছে। এরপরেই ভুল চিকিৎসার অভিযোগে সরব হয় পরিবার। ইসরাতের আরও ২ সন্তান রয়েছে। তাদের ভবিষ্যতের জন্য ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন।

যদিও এই অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পক্ষ থেকে সুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘চিকিৎসকদের কোনও গাফিলতি ছিল না। ওই রোগীর আরও রোগ ছিল। পরিবারের তরফে ক্ষতিপূরণ দাবি করা হচ্ছে বারবার। কিন্তু হাসপাতালের কোনও দোষ নেই।’

মহিলা ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের হেনস্থা ও মারধরের অভিযোগ, কর্মবিরতি সাগর দত্ত হাসপাতালে

রবিবারও মহিলার দেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়নি। সকাল থেকেই চাপা উত্তেজনা হাসপাতাল চত্বরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version