বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে পাহাড়ের চা বাগানের বোনাস সমস্যা না মেটার জন্য আজ বনধের ডাক দিয়েছে চা শ্রমিক সংগঠনগুলি। চা শ্রমিকদের পাশে দাঁড়াতে পাহাড় জুড়ে বন্ধ রাখা হয়েছে সমস্ত দোকানপাট, বাজার। রাস্তাঘাটেও চলছে না কোনও গাড়ি বলে জানা গিয়েছে। এর জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন পর্যটকরা। শিলিগুড়িতে নেমে দিশেহারা দার্জিলিং, কার্শিয়াংমুখী পর্যটকেরা। সোমবার সকাল থেকে শিলিগুড়ি থেকে কোনও গাড়ি দার্জিলিং, কার্শিয়াং যাচ্ছে না। বেশি ভাড়াতেও রাজি হচ্ছেন না কোনও চালক। দার্জিলিং শহরে ঘুরতে যাওয়া পর্যটকেরাও কার্যত হোটেলবন্দি। মূলত অশান্তি ও ভাঙচুরের ভয়ে চালকেরা যেতে চাইছেন না। চালকেরা বলছেন, ‘রোজ পাহাড়ে যেতে হয়। শ্রমিকদের যে দাবি তা নায্য। সারা বছর কাজ করে পুজোর সময় ২০ শতাংশ বোনাস প্রাপ্য।’ জংশন, এনজেপি, বাগডোগরা সহ নানা জায়গায় গাড়ির স্ট্যান্ড কার্যত ফাঁকা। সকাল থেকে চালকেরা যাত্রীদের জানিয়ে দিচ্ছেন দার্জিলিঙের গাড়ি পাওয়া যাবে না। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।