প্রায় ১০ ঘণ্টা ধরে বৈঠক করলেন জুনিয়র ডাক্তাররা। পুজোর আগে কি কর্মবিরতি প্রত্যাহার করবেন তাঁরা? না কি আন্দোলনের জন্য অন্য কোনও পন্থা বেছে নেবেন? এই সমস্ত প্রশ্নের জবাব পাওয়া যেতে পারে আজ, শুক্রবার। এ দিন ভোর সাড়ে ৫টা নাগাদ জুনিয়র ডক্টর্স ফ্রন্টের জেনারেল বডি-র বৈঠক শেষ হয়। বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই বিষয়ে চিকিৎসকরা এখনও কোনও মন্তব্য করেননি।বৈঠকে বিভিন্ন মতামত উঠে আসে। সূত্রের খবর, কাজে ফেরা নিয়েও জুনিয়র চিকিৎসকদের নানা মত সামনে এসেছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি। একটি সূত্রের খবর, এসএসকেএম বা কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ধর্মতলা মেট্রো চ্যানেল অথবা গান্ধী মূর্তি পর্যন্ত একটি মিছিল করতে পারেন জুনিয়র ডাক্তাররা। কিছু জুনিয়র ডাক্তার জিবি বৈঠকে অনশনের পরামর্শ দিয়েছিলেন বলেও সূত্রের খবর। তবে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার সম্ভাবনা রয়েছে, এমনটাই দাবি করছে অপর একটি সূত্র। শুক্রবার তাঁরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আন্দোলনের পরবর্তী রূপরেখা স্পষ্ট করতে পারে বলে জানা যাচ্ছে।

RG Kar Protest: ডাক্তারদের কাজে ফিরতে আইনি নোটিস, সুপ্রিম-বার্তার পরও পূর্ণ কর্মবিরতি

কর্মবিরতি নিয়ে ঘরে বাইরে চাপের মুখে পড়েছেন জুনিয়র ডাক্তাররা। সিনিয়র চিকিৎসকদের একাংশও চাইছেন তাঁরা কাজে ফিরুক এবং কর্মবিরতি ছাড়া আন্দোলনের অন্য কোনও পন্থা বেছে নিক। আরজি কর-সহ রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা বৃহস্পতিবার বৈঠক করেন জুনিয়রদের সঙ্গে। কাজে ফেরা নিয়ে সেখানে আলোচনা হয়। ফ্রন্টের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছে স্বেচ্ছাসেবী মানবাধিকার সংগঠন। কর্মবিরতিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে জুনিয়র ডাক্তাররা এ দিন কী সিদ্ধান্ত নেন, সেই দিকে সকলের নজর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version