প্রসেনজিত্ মালাকার: চতুর্থীর দিন মর্মান্তিক দুর্ঘটনা। বীরভূমের খয়রাশোলের এক কয়লা খনিতে বিস্ফোরণের জেরে ধসে পড়ল বিশাল এলাকা। চাপা পড়ে ৭ শ্রমিকের মৃত্য়ু হয়েছে বলে এখনওপর্যন্ত খবর পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে এটি একটি সরকারি কয়লা খনি। বিস্ফোরণের খবরে এলাকায় হইচই পড়ে যায়।

আরও পড়ুন-আরজি কর-জয়নগরের পর এবার উত্তরে, নদীতে ভেসে এল কিশোরীর ‘অর্ধনগ্ন’ দেহ…

খয়রাশোলের লোকপুর থানার গঙ্গারাম চক কয়লা খনিতে আজ সকালে বিস্ফোরণ ঘটনো হয়। সেই বিস্ফোরণের ফলে খনির একটি বড় অংশে ধস নামে। আর তাতেই চাপা পড়ে মৃত্যু হয় ওই ৭ শ্রমিকের। জখম হয়েছেন বেশ কয়েকজন। আহত ও নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে তারা স্থানীয় বাসিন্দা বলেই জানা যাচ্ছে।

বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় লোকপুর থানার পুলিস। ছুটে আসেন স্থানীয় মানুষজন। তারাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুজোর আগেই এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খনিটি সরকারি। ফলে নিহত ও আহত শ্রমিকদের জন্য সরকার কী ব্যবস্থা নেয় তার দিকেই তাকিয়ে স্থানীয় মানুষজন।

এখনও পর্যন্ত জানা যাচ্ছে কয়লা খনির কাছেই একটি গাড়িকে ডিটোনেটার মজুত ছিল। আচমকা সেই ডিটোনেটারে বিস্ফোরণ ঘটে যায়। সেখান থেকেই এতবড় দুর্ঘটনা। মৃত্য়ু সংখ্যা আরও বাড়তে পারেই বলেই আশঙ্কা করা হচ্ছে। কারণ আহত অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক। এলাকার মানুষজন নিহতদের দেহ তুলতে পুলিসকে বাধা দিচ্ছেন। তাদের দাবি যারা কয়লা তোলার কাজ করছিল তারা এসে মীমাংসা করুক। তার পর দেহ তুলতে দেওয়া হবে।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version