২২ ডিসেম্বরের মধ্যে কল্যাণী এইমস-এর পরিকাঠামো দিল্লি এইমস-এর সমতুল্য করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ।
জয়নগরের নাবালিকা মৃত্যুর ঘটনায় মঙ্গলবার আদালতে রিপোর্ট জমা দেয় এইমস এবং রাজ্য। কল্যাণী এইমস আদালতে জানায়, তাদের হাসপাতালে পরিকাঠামোগত সমস্যা থাকার কারণে কল্যাণী জেএনএম হাসপাতালে সম্পন্ন হয়েছে ময়নাতদন্তের প্রক্রিয়া।কল্যাণী এইমস-এর মতো হাসপাতালে পরিকাঠামোগত ত্রুটি থাকার কথা শুনে রীতিমতো বিরক্তি প্রকাশ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, ‘জেএমএমের মতো রাজ্যের একটি প্রান্তিক হাসপাতালের পরিকাঠামোর সাহায্য যদি নিতেই হয় সেক্ষেত্রে এইমস তৈরি করে লাভ কি!’

বিচারপতির প্রশ্ন, ‘ভাবতেও অবাক লাগছে, তার মানে এতগুলো বছর ধরে কল্যাণী এইমস-এ যাঁরা ডাক্তারি পড়েছেন তাঁরা কি ময়নাতদন্তের প্র‍্যাক্টিকাল না করেই পড়াশোনা শেষ করেছেন?’ এরপরেই কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক এবং রাজ্যের স্বাস্থ্য ও পরিবার দপ্তরের সচিবকে কল্যাণী এইমস-এর পরিকাঠামো দিল্লি এইমস-এর সমতুল্য করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাও।

প্রসঙ্গত, জয়নগরের নাবালিকা মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, কল্যাণী এইমস-এর চিকিৎসকরা ওই নাবালিকার ময়নাতদন্ত করবেন। যদি কল্যাণী এইমস-এ পরিকাঠামোর অভাব থাকে সেক্ষেত্রে কল্যাণী জেএনএম হাসপাতালের পরিকাঠামো ব্যবহার করা যাবে। তবে জেএনএম-এর কেউ ময়নাতদন্তে উপস্থিত থাকতে পারবেন না, তাও স্পষ্ট করে দিয়েছিল হাইকোর্ট।

কল্যাণী AIIMS-এর তত্ত্বাবধানে জয়নগরের নির্যাতিতার ময়নাতদন্ত, নির্দেশ হাইকোর্টের

সোমবার কল্যাণী জেএনএম হাসপাতালে ওই নাবালিকার দেহের ময়নাতদন্ত হয় এবং তারপর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version