অনিকেত মাহাতো, অলোক কুমার ভার্মা, অনুষ্টুপ মুখোপাধ্যায়ের পর এ বার হাসপাতালে ভর্তি করতে হলো অনশনরত চিকিৎসক পুলস্ত্য আচার্যকে। রবিবার তাঁকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।গত ৬ অক্টোবর থেকে ছয়জন চিকিৎসক অনশন কর্মসূচি শুরু করেছিলেন। সেই দলে ছিলেন এনআরএস মেডিক্যাল কলেজের অ্যানাস্থেসিয়া বিভাগের পিজিটি প্রথম বর্ষের পড়ুয়া পুলস্ত্য আচার্য। রবিবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রাত পৌনে ১০টা নাগাদ অনশন মঞ্চ থেকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা গিয়েছে, পুলস্ত্যর চিকিৎসা করার জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। রবিবার তাঁর তলপেটে যন্ত্রণা শুরু হয়। সঙ্গে বমি ভাব ছিল। তাঁর কিটোন বডির পরিমাণও বেড়েছে। এরপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।

অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের তরফে আগামী মঙ্গলবার ‘দ্রোহের কার্নিভাল’ কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচি বাতিল করার জন্য চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। একই দিনে রাজ্য সরকারের পুজো কার্নিভাল রয়েছে। সেই কারণে এই কর্মসূচি বাতিল করার অনুরোধ জানানো হয়েছিল। মনে করিয়ে দেওয়া হয়, হাইকোর্টের নির্দেশের কথাও।।

সমস্ত চিকিৎসক সংগঠনকে বৈঠকে ডাক, ডাক্তারদের ‘দ্রোহের কার্নিভাল’ বাতিলের অনুরোধ মুখ্যসচিবের
পাল্টা, জুনিয়র ডাক্তারদের তরফে জানিয়ে দেওয়া হয়, হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েই দ্রোহের কার্নিভাল করা হবে। পুজো কার্নিভালকে বিঘ্নিত না করে রাস্তার ধারে মানববন্ধন গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে। ওইদিন কোনও প্ররোচনায় পা না দিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করা হবে বলেই জানিয়ে দেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি, সিবিআইয়ের তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা। সোমবার রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন জুনিয়র ডাক্তারেরা। জুনিয়র ডাক্তারদের তরফে রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে।

তথ্য সহায়তা: অনির্বাণ ঘোষ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version