এই সময়,বালুরঘাট: বিধবা মায়ের সঙ্গে অন্য যুবকের সম্পর্ক হাতেনাতে ধরে বিয়ে দিয়ে দিলেন মেয়ে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের আমবাগানে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ৷ পুলিশ দু’জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে ওই মহিলার স্বামী মারা যান। তাঁর এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। স্বামীর মারা যাওয়ার পর থেকেই একাধিক ছেলের সঙ্গে ওই মহিলা সম্পর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ, মহিলার বাড়িতে প্রতিদিনই নতুন নতুন ছেলের আনাগোনা লেগেই থাকে। যা নিয়ে অতিষ্ট এলাকাবাসীরা। মায়ের এই স্বভাবের খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন মেয়ে। মাকে একাধিকবার সতর্ক করেও লাভ হয়নি।

বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশীদের মাধ্যমে মেয়ে খবর পান মায়ের ঘরে এক যুবক ঢুকেছে। দেরি না করে বাপের বাড়ি চলে আসেন মেয়ে। পাড়া প্রতিবেশীদের নিয়ে সোজা ঘরে ঢুকে যান। দেখা যায়, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের এক যুবকের সঙ্গে ঘনিষ্ট অবস্থায় রয়েছেন ওই মহিলা। ওই যুবককে চড় থাপ্পড় মারেন স্থানীয়রা। এরপরই স্থানীয় একটি মন্দিরে নিয়ে গিয়ে জোর করে দু’জনের বিয়ে দিয়ে দেওয়া হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ।

পুলিশ দু’জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে। এবিষয়ে মেয়ে বলেন, ‘মায়ের এমন কীর্তি আর সহ্য করতে পারছিলাম না। আজ আমি ও পাড়ার লোক মিলে দু’জনকে হাতেনাতে ধরেছি এবং তাদের বিয়ে দিয়েছি৷ ওই মহিলা যেন আর আমাদের বাড়ি ও পাড়ায় না আসতে পারে এটা পুলিশকে দেখার জন্য বলেছি।’ এবিষয়ে ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, ‘দু’জনকে থানায় নিয়ে আসা হয়েছে৷ পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version