জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিন্দি ধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু করেন। তারপর বোঝে না সে বোঝে না ধারাবাহিকে জনপ্রিয়তা চরমে উঠেছিল যশ দাশগুপ্তর। অরন্যের চরিত্রে সাড়া ফেলেছিলেন তিনি। এরপর অনেকটা সময় পেরিয়েছে। ছোটপর্দাকে বিদায় জানিয়ে পা রেখেছেন বড়পর্দায়। তারপর গড়িয়েছে অনেকটা সময়। বলিউডেও সিনেমায় অভিনয় করেছেন যশ। তবে বেশ কিছুদিনই বড়পর্দায় হিট ছবি নেই যশের। এবার ফের তিনি ফিরছেন ছোটপর্দায়। কোনও ভাসা কথা নয়, একেবারে নিজের মুখেই সে কথা স্বীকার করলেন অভিনেতা। 

আরও পড়ুন- Child Actor : সেদিনের শিশুশিল্পী আজকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা-অভিনেত্রী…

অভিনেতাকে আরও একবার দেখা যাবে ছোটপর্দায়। বৃহস্পতিবার একটি ভিডিয়ো পোস্ট করেন যশ। সেখানেই ছোটপর্দায় ফেরার কথা বলেন অভিনেতা। যশ বলেন ‘আপনাদের সকলের জন্য খুব ভাল একটা খবর আছে। আমি আবার ফিরে আসছি টিভির পর্দায়। খুব শীঘ্রই আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে।’ 

টেলিভিশনের দর্শকরা প্রায় যশকে ছোটপর্দায় মিস করার বার্তা দেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিও পোস্ট হওয়ার পরেই অনুরাগীরা আশায় বুক বাঁধেন। কিছুদিন আগেই বোঝে না সে বোঝে না ধারাবাহিকটি পুণঃসম্প্রচার করা হচ্ছিল। ফের টিআরপিতে ম্যাজিক ছড়িয়েছিল অরন্য-পাখির জুটি। তাহলে কি আবার ধারাবাহিকে ফেরার পরিকল্পনা করছেন যশ? কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে, প্রশ্ন অনেক। তবে উত্তর দেননি অভিনেতা। 

আরও পড়ুন- Sheikh Hasina: দিল্লিতে খোশমেজাজে এদিক ওদিক মোবাইলে কথা বলছেন হাসিনা, গোঁসা হচ্ছে ঢাকার…

টলিপাড়ার সূত্রে খবর, যশ কোনও ধারাবাহিকে ফিরছেন না। তাই অনুরাগীদের ধারণা, হয়তো কোনও এক ধারাবাহিকের প্রচারেই ছোটপর্দায় ফিরবেন তিনি কিংবা হয়তো কোনও স্পেশাল এপিসোডে দেখা যাবে তাঁকে। কারণ এরকম প্রায়শই হয়ে থাকে। ‘উড়ান’ ধারাবাহিকের প্রচারে দেখা গিয়েছিল যশ এবং মধুমিতাকে। সেরকমই হয়তো কোনও প্রচারে দেখা যাবে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version